মোল্লা আখুন্দকে প্রধানমন্ত্রী করে তালেবানদের নতুন সরকার ঘোষণা
মোল্লা মোহাম্মদ হাসান আখুন্দকে ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী করে আফগানিস্তানে অন্তর্বর্তীকালীন সরকার ঘোষণা করেছে তালেবানরা। ডেপুটি হিসেবে নেতৃত্বে থাকবেন তালেবান সহ-প্রতিষ্ঠাতা মোল্লা আবদুল গনি বেরাদর। ভারপ্রাপ্ত প্রতিরক্ষামন্ত্রী হিসেবে মোল্লা ইয়াকুব এবং দ্বিতীয় ডেপুটি হিসেবে মোল্লা আবদুল সালাম হানাফি। মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) এ সরকার দেয় তালেবানরা।
নতুন এই সরকারে ভারপ্রাপ্ত স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্বে থাকবেন সরজুদ্দিন হাক্কানি। সিরাজুদ্দিন হাক্কানি যুক্তরাষ্ট্রের ঘোষিত সন্ত্রাসী তালিকায় আছেন। তিনি হাক্কানি নেটওয়ার্কের বর্তমান প্রধান। ২০০১ সালে হাক্কানি নেটওয়ার্ক যুক্তরাষ্ট্রকে ‘রাশিয়ার মতো দখলদার আখ্যা দিয়ে’ প্রতিহত করার ঘোষণা দিয়েছিল।
তালেবানের মুখপাত্র জবিহুল্লাহ মুজাহিদ গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, আমরা জানি দেশের মানুষ নতুন সরকারের জন্য অপেক্ষা করছে।
তালেবান সূত্রের বরাতে বার্তা সংস্থা রয়টার্স এর আগে জানিয়েছিল, তালেবানের সহ-প্রতিষ্ঠাতা মোল্লা আবদুল গনি বারাদারই নতুন আফগান সরকারের নেতৃত্ব দেবেন। যিনি তালেবানের দোহা রাজনৈতিক কার্যালয়ের প্রধান ছিলেন।
তবে সরকার ঘোষণার সময় পাল্টে গেল সে নাম। বারাদার নয় দেশটির নেতৃত্ব পেলেন তালেবানদের সর্বোচ্চ নেতা মোল্লা ওমরের সহযোগী মোহাম্মদ হাসান আখুন্দ।
উল্লেখ্য, তালেবানরা তিন সপ্তাহেরও বেশি সময় আগে আফগানিস্তানের অধিকাংশ অঞ্চলের নিয়ন্ত্রণ নিয়েছে