মাসুদের বাড়ি দখল করলো তালেবান
- টিডিসি ডেস্ক
- প্রকাশ: ০৬ সেপ্টেম্বর ২০২১, ০৫:১২ PM , আপডেট: ০৬ সেপ্টেম্বর ২০২১, ১০:২২ PM
আফগানিস্তানের একমাত্র অ-তালেবান নিয়ন্ত্রীত প্রদেশ ‘পান্জশির’ জয় করে সেখানে তালেবান নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হয়েছে দাবি করে অভিযানের সমাপ্তি ঘোষণা করেন তালেবান মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ। সোমবার এক বিবৃতিতে তিনি এ তথ্য জানান।
সম্প্রতি আফগানিস্তানের রাজধানী কাবুলসহ আফগানিস্তানের ৩৪টি প্রদেশের ৩৩টিতেই নিজেদের কর্তৃত্ব প্রতিষ্ঠিত করে তালেবান । তবে বাকি থেকে যায় পাহাড়-পর্বতময় দূর্গস্বরূপ ‘পান্জশির’ প্রদেশ। রাজধানী কাবুল দখল করার প্রাক্কালে রক্তপাত এড়াতে আফগান সরকারের সাথে আলোচনায় বসে তালেবান; সংঘাত এড়াতে দেশত্যাগ করেন আফগান প্রেসিডেন্ট আশরাফ ঘানি।
তবে আশরাফ ঘানি সরকারের ভাইস-প্রেসিডেন্ট আমরুল্লাহ সালেহ তালেবানের বশ্যতা অস্বীকার আশ্রয় নেন পান্জশিরে। তিনি নিজেকে আফগানিস্তানের সাংবিধানিক অন্তবর্তীকালীন সরকারের প্রেসিডেন্ট ঘোষণা করে তালেবান শাসন থেকে দেশকে মুক্ত করার লড়াই এর ঘোষণা দেন এবং সাহায্য কামনা করেন বিশ্ব সম্প্রদায়ের। আমরুল্লাহ সালেহের সাথে আফগানিস্তান সেনা বাহিনীর কিছু যোদ্ধা এবং একজন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীও যোগ দেন তালেবান বিরোধী লড়াইয়ে। তারা প্রতিষ্ঠা করেন ন্যাশনাল রেসিসটেন্স ফ্রন্ট(এনআরএফ) নামে তালেবান বিরোধী সংগঠন।
তবে মিডিয়ার নজর কাড়েন পান্জশিরের সিংহখ্যাত সোভিয়েত বিরোধী আফগান কমান্ডার আহমদ শাহ মাসুদের ছেলে, পান্জশিরের নর্দান এলায়েন্স ফোর্স নেতা, আহমদ মাসুদ। তিনিও তালেবানের বিরুদ্ধে প্রতিরোধ চালিয়ে যাওয়ার ঘোষণা দেন। তবে তিনি আলোচনায় বসতে এবং আফগান সরকারে পান্জশিরের নেতৃত্ব দাবি করেন। পান্জশিরের ‘রাজপুত্র ‘ হিসেবে পরিচিত আহমদ মাসুদ প্রয়োজনে জীবন উৎসর্গ করে হলেও পান্জশিরকে মুক্ত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
একাধিকবার চেষ্টা করেও এনআরএফ এবং নর্দান এলায়েন্স প্রতিরোধে পান্জশিরে ঢুকতে ব্যর্থ হয় তালেবান। রক্তপাত এড়াতে এরপর শুরু হয় শান্তি আলোচনা।
সম্প্রতি রুশ ভিত্তিক একটি চ্যানেল তালেবান-নর্দান এলায়েন্স ফোর্স শান্তি চুক্তির বিষয়টি নিশ্চিত করে বলে, উভয়ের মধ্যে শান্তি চুক্তি হয়েছে। তবে ২য় পদক্ষেপ হিসেবে উভয় পক্ষই যুদ্ধের প্রস্ততি নিয়ে রেখেছে।
হঠাৎ শান্তিচুক্তি ভেস্তে গেলে পান্জশির দখল করে নেয় তালেবান; এমনকি আহমদ মাসুদের বাড়িটাও। তবে এনআরএফ নেতা আমরুল্লাহ সালেহ লড়াই থেকে পিছু হটে যাওয়াকে ‘কৌশলগত অবস্থান’ হিসেবে আখ্যায়িত করে পুনরায় লড়াই করার ঘোষণাও দিয়েছেন। তবে আহমদ মাসুদ সম্পর্কে এখনও বিস্তারিত জানা যায়নি।
সূত্র: আল-জাজিরা, আরটি।