চীনে শিশুদের সপ্তাহে ৩ ঘণ্টার বেশি অনলাইন গেম নিষিদ্ধ
চীনে ১৮ বছরের কম বয়সীরা সপ্তাহে তিন ঘণ্টার বেশি অনলাইন গেম খেলতে পারবে না। বিশ্বের সবচেয়ে বড় গেম মার্কেট হিসেবে বিবেচিত দেশ চীন। সেখানে এমন কড়াকড়ি আইন নিয়ে পশ্চিমা সংবাদমাধ্যমগুলোতে সমালোচনা দেখা গেছে। তবে এর উপকারিতার কথাও বলছেন অনেকে।
চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়া জানায়, শুক্রবার, শনিবার ও রোববার রাত ৮টা থেকে ৯টা পর্যন্ত এক ঘণ্টা করে অনলাইন গেম খেলার সুযোগ পাবে শিশুরা। গেম আসক্তি কমাতে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে সরকারি কর্তৃপক্ষ।
অনলাইন গেমে প্রত্যেকের পরিচয়পত্র ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে। যাতে কোনো শিশু যেন বয়সের ক্ষেত্রে মিথ্যার আশ্রয় না নিতে পারে।
আরও পড়ুন: অক্সিজেন সিলিন্ডার পরিবর্তনের সময় দেননি ঢাবি ছাত্র
স্কুল ছুটি থাকা সপ্তাহগুলোতে বাড়তি খেলার সুযোগ থাকবে। সেটাও প্রতিদিন ৬০ মিনিটের বেশি নয়।
এক বিবৃতিতে ন্যাশনাল প্রেস অ্যান্ড পাবলিকেশন অ্যাডমিনিস্ট্রেশন বলেছে, গেম আসক্তি পড়াশোনা ও স্বাভাবিক জীবনের ওপর মারাত্মক প্রভাব ফেলতে শুরু করেছে। অনেক অভিভাবক এ নিয়ে বেশ বেকায়দায় রয়েছেন।