৩১ আগস্ট ২০২১, ১৫:৪৪

বিক্ষোভে উত্তাল বিশ্বভারতী, ঘরবন্দি উপাচার্য

গৃহবন্দি অবস্থায় দিন কাটাচ্ছেন উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী  © সংগৃহীত

তুমুল বিক্ষোভ ভারতের পশ্চিমবঙ্গের বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের। বিশ্ববিদ্যালয়টির তিন শিক্ষার্থীকে বহিষ্কারের প্রতিবাদে গত ২৭ অগস্ট রাত থেকে শুরু হয়েছে বিক্ষোভ। হিন্দুস্থান টাইমস বাংলার এক প্রতিবেদনে বলা হয়েছে, উপাচার্যের বাসভবনের বাইরে বিক্ষোভ দেখাচ্ছেন আন্দোলনকারীরা। এর জেরে কার্যত গৃহবন্দি অবস্থায় দিন কাটাচ্ছেন উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী। সে কারণে এবার বিশ্ববিদ্যালয়ের ভর্তি প্রক্রিয়া অনির্দিষ্টকালের জন্য স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এদিকে আন্দোলনকারীদের দাবি, কৌশলে আন্দোলনকে স্তব্ধ করার জন্যই চাপ দেওয়া হচ্ছে। অনলাইনে ভর্তির সঙ্গে উপাচার্যের বাড়ি থেকে বের হওয়ার কী সম্পর্ক রয়েছে বোঝা যাচ্ছে না? 

আনন্দবাজার পত্রিকার এক প্রতিবেদনে বলা হয়েছে, ভর্তি প্রক্রিয়ার পাশাপাশি বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার ফল প্রকাশ অনির্দিষ্ট কালের জন্য বন্ধ করে দেওয়া হল। সোমবার (৩০ আগস্ট) নোটিস দিয়ে এ কথা জানিয়েছেন বিশ্বভারতী কর্তৃপক্ষ। শিক্ষার্থীদের আন্দোলনের জেরে বাড়ি থেকে বেরোতে পারছেন না উপাচার্য। কিন্তু বিভিন্ন কাজে তাঁর সই আবশ্যক। সে জন্যই ফলপ্রকাশ অনির্দিষ্টকালের জন্য বাতিল করা হয়েছে বলে লেখা হয়েছে ওই নোটিসে।

বিশ্বভারতীর শিক্ষার্থীদের আন্দোলন আজ মঙ্গলবার (৩১ আগস্ট) পঞ্চম দিনে পড়ল। সোমবার উপাচার্যের বাসভবনের গেটে ব্যানার লাগানোকে কেন্দ্র করে উত্তাল হয়ে ওঠে বিশ্বভারতী চত্বর। নিরাপত্তারক্ষীদের সঙ্গে ধস্তাধস্তি হয় আন্দোলনকারীদের। এরপরই দুই ছাত্রী উপাচার্যের নিরাপত্তারক্ষীদের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ আনেন।

মঙ্গলবার সেন্ট্রাল অফিসের বলাকা গেট অবরোধ করেও বিক্ষোভ দেখান আন্দোলনকারীরা। মঙ্গলবার বোলপুর স্টেশন থেকে উপাচার্যের বাড়ি অবধি মিছিল করবে এসএফআই।