একদিনে কোটির বেশি মানুষকে টিকা দিল ভারত

ভারতে করোনা টিকা কার্যক্রম
ভারতে করোনা টিকা কার্যক্রম  © ফাইল ছবি

একদিনে এক কোটির বেশি মানুষকে টিকা দিয়ে কোভিড-১৯ টিকাদান কর্মসূচিতে নতুন মাইলফলক গড়েছে ভারত। শুক্রবারের আগে দেশটিতে কখনোই একদিনে এত টিকা দেওয়া হয়নি বলে জানিয়েছে এনডিটিভি।

এ ‘অনন্য কৃতিত্বের’ জন্য দেশটির জনগণকে অভিনন্দন জানিয়ে টুইট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেন, 'রেকর্ড মানুষ আজ ভ্যাকসিন নিয়েছে। এক কোটির ঘর টপকানো একটি অনন্য কৃতিত্ব। যারা ভ্যাকসিন নিয়েছেন এবং যারা টিকাদান কর্মসূচি সফলতার দিকে নিয়ে যাচ্ছেন তাদেরকে অভিবাদন।'

ভারতের স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মন্দাভিয়া বলেছেন, স্বাস্থ্যকর্মীদের অক্লান্ত পরিশ্রম এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ‘সকলকে বিনামূল্যে টিকা’ দেওয়ার উদ্যোগ এখন ফল দিচ্ছে।

কোভিড-১৯ টিকা নিবন্ধনের পোর্টাল কোউইনের হিসাব অনুযায়ী শুক্রবার দেশটির এক কোটি ২ লাখ ৬ হাজার ৪৭৫ জন টিকা নিয়েছেন।

একইদিন দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় দেশের মানুষকে মোট ৬২ কোটি ডোজ টিকা দেওয়া হয়েছে বলে জানায়। তবে এই সংখ্যার মধ্যে শুক্রবারের ডোজ অন্তর্ভুক্ত হয়েছে কিনা, তা নিশ্চিত হওয়া যায়নি।

তথ্য অনুযায়ী ভারতে এখন পর্যন্ত ১৪ কোটির কিছু বেশি মানুষ কোভিড টিকার ২টি ডোজই পেয়েছেন।

জুনে দেশটির কেন্দ্রীয় সরকার ১৮-র বেশি বয়সী সকলকে বিনামূল্যে টিকা দেওয়া শুরু করেছে। রাজ্য সরকারগুলোর কাছ থেকে টিকাদান কর্মসূচির নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিয়ে নেয়ায় দেশটির টিকাদান কর্মসূচি গতি পেয়েছে।

সংক্রমণের তৃতীয় ঢেউ নিয়ে আতঙ্কে থাকা ভারত চলতি বছরের মধ্যেই দেশটির সব প্রাপ্তবয়স্ককে টিকার দুটি ডোজই দিয়ে দেওয়ার পরিকল্পনা হাতে নিয়েছে। এ লক্ষ্যেই তাদের টিকাদান কর্মসূচি এগিয়ে চলছে বলে জানিয়েছেন কর্মকর্তারা।


সর্বশেষ সংবাদ