কাবুল বিমানবন্দর

হামলার আশঙ্কায় ফের মার্কিন নাগরিকদের সরে যাওয়ার নির্দেশ

হামলার আশঙ্কায় ফের মার্কিন নাগরিকদের সরে যাওয়ার নির্দেশ
হামলার আশঙ্কায় ফের মার্কিন নাগরিকদের সরে যাওয়ার নির্দেশ

মাত্র দুদিন আগের কাবুল বিমানবন্দরে আই্এসের বোমা হামলায় মার্কিন নাগরিকসহ প্রায় ১৭০ জনের প্রাণহানী হয়েছে। এবার ফের বোমা হামলার আশঙ্কায় বেশ কয়েকটি গেটে অবস্থান করা মার্কিন নাগরিকদের 'অবিলম্বে সরে যেতে' বলেছে কাবুলে মার্কিন দূতাবাস। সতর্কতা হিসেবে মার্কিন নাগরিকদের 'বিমানবন্দরে ভ্রমণ এড়াতে এবং বিমানবন্দরের গেট এড়ানোর জন্য' পরামর্শ দেওয়া হয়েছে।

এর আগে গত বৃহস্পতিবার (২৬ আগস্ট) কাবুলের প্রধান বিমানবন্দরে অবস্থানরত মার্কিন ও ব্রিটিশ নাগরিকদের সরে যাওয়ার নির্দেশ দেয় যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। একইসঙ্গে অন্যান্য স্থানে থাকা নাগরিকদের বিমানবন্দরের উদ্দেশে না আসতেও সতর্ক করে দেয় দেশ দু’টি। এই আশঙ্কার কয়েক ঘণ্টার মধ্যেই কাবুলের হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দরের বাইরে জোড়া আত্মঘাতী বিস্ফোরণ ঘটায় জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)। ভয়াবহ ওই হামলায় শেখ খবর পাওয়া পর্যন্ত ১৭০ জনের প্রাণহানি হয়েছে।

সিএনএন জানিয়েছে, কাবুল বিমানবন্দরে হামলায় পরিকল্পনাকারীদের বিরুদ্ধে মার্কিন সামরিক বাহিনী বিমান হামলা চালিয়েছে বলে পেন্টাগন স্বীকার করেছে। প্রেসিডেন্ট জো বাইডেনের অনুমতি সাপেক্ষে এ হামলা চালানো হয়েছে বলেও খবরে বলা হয়েছে।


সর্বশেষ সংবাদ