২৩ আগস্ট ২০২১, ২১:০৯

ইন্দোনেশিয়ার সাবেক মন্ত্রীর ১২ বছরের কারাদণ্ড

ইন্দোনেশিয়ার সাবেক সমাজ নিরাপত্তা বিষয়ক মন্ত্রী জুলিয়ারি পিটার  © ফাইল ফটো

মহামারি করোনাভাইরাসের প্রকোপে ক্ষতিগ্রস্তদের জন্যে সরকারের দেওয়া সামাজিক সহায়তা প্রকল্পে ঘুষ গ্রহণের দায়ে ইন্দোনেশিয়ার সাবেক সমাজ নিরাপত্তা বিষয়ক মন্ত্রী জুলিয়ারি পিটারকে ১২ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। ওই ঘটনায় দোষী সাব্যস্ত হওয়ার পর আজ সোমবার জাকার্তা দুর্নীতি দমন আদালত এ রায় দেন। জাকার্তা গ্লোবের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

জানা গেছে, কারাদণ্ডের পাশাপাশি আদালত জুলিয়ারিকে এক মিলিয়ন মার্কিন ডলার রাষ্ট্রীয় তহবিলে ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছেন। তার সম্পদ বাজেয়াপ্ত করে যদি চুরি করা অর্থের সমপরিমাণ অর্থ না মেলে, তবে, তার কারাদণ্ড আরও দুই বছর বাড়িয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

আরও পড়ুন: নারী ব্যাংক কর্মকর্তার আপত্তিকর ভিডিও ছড়ানোয় কলেজছাত্র গ্রেফতার

তবে, সাবেক এই মন্ত্রীর সাজা এখানেই শেষ নয়। রায়ে বিচারক মোহাম্মদ দামিস বলেছেন, মূল ফৌজদারি শাস্তি সম্পন্ন হওয়ার পর চার বছরের জন্যে জুলিয়ারিকে কোনো সরকারি পদে নির্বাচিত হওয়ার অধিকার দেওয়া হবে না বলে সিদ্ধান্ত নিয়েছেন তারা।