পাকিস্তানের সিন্ধু প্রদেশে স্কুল খুলছে, শিক্ষক-অভিভাবকদের টিকা বাধ্যতামূলক
- টিডিসি ডেস্ক
- প্রকাশ: ২৩ আগস্ট ২০২১, ০৮:৫০ PM , আপডেট: ২৩ আগস্ট ২০২১, ০৮:৫০ PM
পাকিস্তানের সিন্ধু প্রদেশের স্কুল খুলছে আগামী ৩০ আগস্ট। প্রদেশটির শিক্ষামন্ত্রী সৈয়দ সরদার আলী ঘোষণা দিয়েছেন, যেসব স্কুলের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের শতভাগ কোভিড-১৯ টিকাদান সম্পন্ন হয়েছে প্রথম ধাপে সেগুলোই খুলবে। পাকিস্তানের সংবাদমাধ্যম ডন-এর খবরে এমনটি জানানো হয়েছে।
একই সঙ্গে যেসব শিক্ষার্থী স্কুলে আসবে তাদের অভিভাবকদের অবশ্যই টিকা দেওয়া থাকতে হবে। জাতীয় ডাটাবেজে তাদের টিকা সনদ সাবমিট করার প্রয়োজন পড়তে পারে।
সৈয়দ সরদার আলী বলেন, একটি শিশু তার শরীরে করে স্কুলে করোনাভাইরাস আনতে পারে।
আরও পড়ুন: শিক্ষাপ্রতিষ্ঠান খোলা নিয়ে যা বললেন মন্ত্রিপরিষদ সচিব
সোমবার করাচিতে সংবাদ সম্মেলনে প্রদেশের শিক্ষামন্ত্রী জানান, সরকারি স্কুলগুলোর পাশাপাশি বেসরকারি স্কুলগুলোতেও জোরেশোরে চলছে টিকাদান কার্যক্রম। বেসরকারি স্কুলগুলোর মধ্যে ৮০ শতাংশেরই শিক্ষক-কর্মীদের টিকা দেওয়া সম্পন্ন হয়েছে।
এদিকে প্রতিবেশি দেশ ভারতের বেশকিছু প্রদেশে স্কুলে এরই মধ্যে ক্লাস শুরু হয়েছে। আগামী কয়েকদিনের মধ্যে কয়েকটি প্রদেশে স্কুল খোলার কথা রয়েছে।