১৯ আগস্ট ২০২১, ১৪:১১

জুতা পরার সুযোগই পাইনি: আশরাফ গনি

আশরাফ গনি  © সংগৃহীত

নিরাপত্তা কর্মকর্তাদের কাছ থেকে তাকে হত্যার তথ্য পাওয়ায় তড়িঘড়ি করে দেশ ছেড়েছেন আফগানিস্তানের সাবেক প্রেসিডেন্ট আশরাফ গনি। সাথে টাকা নেওয়ার যে অভিযোগ উঠছে তাও ভিত্তিহীন বলে অভিযোগ করেছেন তিনি। এমনকি যাওয়ার সময় তিনি নিজের স্লিপার চেঞ্জ করে জুতা পরারও সময় পাননি। বর্তমান পরিস্থিতির কারণে দেশ ছেড়ে পালালেও আবার তিনি আফগানিস্তানে ফিরবেন বলে দাবি করেছেন। বুধবার (১৮ আগস্ট) রাতে সংযুক্ত আরব আমিরাত (ইউএই) থেকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক ভিডিও বার্তায় তিনি এসব দাবি করেছেন।

তিনি বলেন, তালেবান যোদ্ধারা প্রেসিডেন্ট প্রাসাদে ঢুকে আমার সন্ধানে প্রতিটি কক্ষে তল্লাশি চালিয়েছে। আমাকে পাওয়া গেলে তালেবান যোদ্ধারা পিটিয়ে হত্যা করতো অথবা সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ নাজিবুল্লাহর মতো ল্যাম্পপোস্টে ফাঁসিতে ঝুলিয়ে মারা হত। রক্তপাত এড়াতেই তিনি দেশ ছেড়েছেন জানিয়ে বলেন, ক্ষমতার লোভে কাবুলকে সিরিয়া বা ইয়েমেন হতে দেওয়া যাবে না। আমাকে দেশ ছাড়তে বাধ্য করা হয়েছে। ওখানে থাকলে রক্তপাত ঘটতোই।

টাকা নেওয়ার অভিযোগ সম্পর্কে তিনি বলেন, পালিয়ে যাওয়ার সময় আমি ব্যক্তিগত জিনিসপত্রই সঙ্গে আনতে পারিনি। এমনকি আমার স্লিপারটি পরিবর্তন করে জুতা পায়ে দেওয়ার সুযোগই পায়নি। সেখানে গাড়ি ভর্তি টাকা নিয়ে আসার কথা সম্পূর্ন ভিত্তিহীন।

উল্লেখ্য, ক্ষমতাচ্যুত আফগান প্রেসিডেন্ট আশরাফ গনি বর্তমানে আবু ধাবিতে রয়েছেন বলে বুধবার নিশ্চিত করে সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয়।