ভারত চাইলে আফগানিস্তানে কাজ করতে পারে, জানাল তালেবান

সাংবাদিকদের সাথে কথা বলছেন কাতারের দোহায় অবস্থিত তালেবানের রাজনৈতিক কার্যালয়ের মুখপাত্র সুহাইল শাহীন।
সাংবাদিকদের সাথে কথা বলছেন কাতারের দোহায় অবস্থিত তালেবানের রাজনৈতিক কার্যালয়ের মুখপাত্র সুহাইল শাহীন।  © ফাইল ফটো

তালেবান জানিয়েছে, ভারত চাইলে আফগানিস্তানে তাদের নির্মাণাধীন অবকাঠামো খাতের প্রকল্পগুলো শেষ করতে পারবে। ‘হাম মেহের বোখারি কে সাথ’ নামের পাকিস্তানি বিখ্যাত টিভি শোতে দেওয়া সাক্ষাৎকারে কাতারের দোহায় অবস্থিত তালেবানের রাজনৈতিক কার্যালয়ের মুখপাত্র সুহাইল শাহীন এ কথা জানান। পাকিস্তানের বিখ্যাত সংবাদমাধ্যম ডনের খবরে এ কথা জানানো হয়েছে।

সুহাইল শাহীন বলেন, ‘আফগানিস্তানে ভারতের কাজ চালিয়ে যাওয়ার ক্ষেত্রে তালেবানের পক্ষ থেকে কোনো বাধা নেই। তবে আমরা কোনো জাতি, গোষ্ঠী বা দেশকে আফগানিস্তানের রাষ্ট্র পরিচালনার বিষয়ে কথা বলার সুযোগ দেব না। ভারত চাইলে অবকাঠামো খাতের প্রকল্পের কাজ চালিয়ে যেতে পারে, কারণ এগুলো জনগণের জন্য প্রয়োজন।’

আরও পড়ুনআসিফ নজরুলকে গণধোলাইয়ের হুমকি ছাত্রলীগ সভাপতি জয়ের

তালেবানের রাজনৈতিক কার্যালয়ের মুখপাত্র বলেন, ‘যদি চায় তবে চলমান প্রকল্পগুলো শেষ করতে পারবে ভারত। কিন্তু, আমাদের নীতি একদম পরিষ্কার। তা হলো, আফগানিস্তানের মাটি অন্য কারও বিরুদ্ধে ব্যবহৃত হতে দেব না আমরা।’


সর্বশেষ সংবাদ