সরকারি কর্মকর্তাদের সাধারণ ক্ষমার ঘোষণা তালেবানের

সাধারণ ক্ষমা ঘোষণা করে বিবৃতি দিল তালেবান
সাধারণ ক্ষমা ঘোষণা করে বিবৃতি দিল তালেবান  © সংগৃহীত

আফগানিস্তানের সকল সরকারি কর্মকর্তার জন্য সাধারণ ক্ষমা ঘোষণা করেছে তালেবান। একইসঙ্গে কাজে ফিরতে তাদের প্রতি আহ্বান জানিয়েছে সংগঠনটি। ঝড়ের বেগে পুরো আফগানিস্তান দখলের দুইদিন পর আজ মঙ্গলবার (১৭ আগস্ট) তালেবান এ আহ্বান জানালো।

সরকারি কর্মকর্তা–কর্মচারীদের উদ্দেশে তালেবান একটি বিবৃতি দিয়েছে। তাতে বলা হয়েছে, ‘‘সকলের জন্যই সাধারণ ক্ষমা ঘোষণা করা হয়েছে। সুতরাং পূর্ণ আস্থার সাথে আপনাদের দৈনন্দিন জীবন শুরু করা উচিত।’’

এর আগে, গত রবিবার আফগানিস্তানের রাজধানী কাবুলের নিয়ন্ত্রণ নেয় তালেবান। তালেবানের সশস্ত্র সদস্যরা কাবুলে ঢোকার আগেই দেশটির প্রেসিডেন্ট আশরাফ গনি দেশ ছেড়ে পালিয়ে যান।

পড়ুন: আফগানিস্তানে তালেবান, বাংলাদেশের দুই ঝুঁকি

এরপর থেকে প্রশাসনিক কাঠামো ভেঙে পড়ে। এ ছাড়া তালেবান পুরো শহরের নিয়ন্ত্রণ নিলে সেখানকার বাসিন্দাদের মধ্যে উদ্বেগ বাড়তে থাকে। অনেকে শহর ছেড়ে পালানোর চেষ্টা করে। আবার অনেকে দেশ ছাড়তে সীমান্তে ও বিমানবন্দরে অবস্থান নেয়।

এদিকে, আফগানিস্তানে কয়েকদিনের মধ্যে সরকার গঠনের আশা করছে তালেবান। আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে সুসম্পর্ক চায় এই গোষ্ঠীটি। স্বীকৃতি আদায়ের চেষ্টাও চালাচ্ছে। এ বিষয়ে তারা বিভিন্ন দেশের সঙ্গে যোগাযোগ স্থাপনের জন্য কয়েকটি চ্যানেলকে কাজে লাগাচ্ছে।


সর্বশেষ সংবাদ