২২ আগস্টের মধ্যে আফগানিস্তান থেকে কর্মীদের ফিরিয়ে আনবে ব্র্যাক

ব্র্যাক ইন্টারন্যাশনাল
ব্র্যাক ইন্টারন্যাশনাল  © প্রতীকি ছবি

আফগানিস্তানে কর্মরত ব্র্যাকের সবকর্মীকে আগামী ২২ আগস্টের মধ্যে সে দেশে থেকে ফেরত আনা হবে বলে জানিয়েছে ব্র্যাক ইন্টারন্যাশনাল। রোববার (১৫ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। দেশটির ১০টি প্রদেশে প্রায় তিন হাজার ব্র্যাককর্মী কাজ করছেন। এদের মধ্যে ১২ জন বাংলাদেশিসহ প্রবাসী ১৪ জনকে নিজ নিজ দেশে ফিরিয়ে আনা হচ্ছে।

আফগানিস্তানে ক্রমবর্ধমান সহিংসতার পরিপ্রেক্ষিতে প্রথমে প্রশ্ন ওঠে বেসরকারি সংস্থাগুলো তাদের কর্মীদের বিষয়ে কী উদ্যোগ নেবে। এ বিষয়ে ব্র্যাকের মিডিয়া অ্যান্ড এক্সটার্নাল রিলেশনস, কমিউনিকেশনের প্রধান রাফে সাদনান আদেলের সই করা বিজ্ঞপ্তিতে জানানো হয়, ব্র্যাক তার কর্মীদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে ব্যবস্থা নিয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৯ বছরের বেশি সময় ধরে দেশটিতে শিক্ষা, স্বাস্থ্য, কমিউনিটির উন্নয়ন, করোনাভাইরাস প্রতিরোধ সংক্রান্ত সহায়তা, মানবিক সহায়তা এবং খাদ্য নিরাপত্তা সংক্রান্ত সেবা দিয়ে আসছে ব্র্যাক ইন্টারন্যাশনাল।

প্রবাসী কর্মীদের মধ্যে তিন জন বাংলাদেশিসহ ৫ জন ছুটিতে দেশটির বাইরে ছিলেন, যাদের আফগানিস্তান ফিরে যেতে নিষেধ করা হয়েছে। বাকি ৯ জন বাংলাদেশির মধ্যে তিন জন দেশটি থেকে শুক্রবার (১৩ আগস্ট) বিমানযোগে রওনা দেন এবং বাকি ৬ জনেরও আগামী ২২ তারিখের মধ্যে রওনা দেওয়ার কথা রয়েছে।

ব্র্যাক ইন্টারন্যাশনালের নির্বাহী পরিচালক শামেরান আবেদের বরাত দিয়ে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আফগানিস্তানে কর্মরত কর্মীদের ঝুঁকি নিরসন করে তাদের সুরক্ষা এবং নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এ সিদ্ধান্ত নিয়েছে ব্র্যাক ইন্টারন্যাশনাল।


সর্বশেষ সংবাদ