১৪ আগস্ট ২০২১, ১৮:২৫

ফ্লোরিডার এক কাউন্টিতে করোনায় ৩ শিক্ষকের মৃত্যু

যুক্তরাষ্ট্রে স্কুল খোলা নিয়ে ব্যাপক বিতর্ক তৈরি হয়েছে, মিশ্র অভিমত দিচ্ছেন অভিভাবকেরা  © সংগৃহীত

আগামী ১৮ আগস্ট থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের ব্রোয়ার্ড কাউন্টিতে স্কুলে ক্লাস শুরুর কথা রয়েছে। এর মধ্যে খবর এসেছে, কাউন্টির তিনজন শিক্ষকসহ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে শিক্ষা খাতের চার জনের মৃত্যু হয়েছে। বিবিসি ও সিএনএনের খবরে এসব তথ্য উল্লেখ করা হয়।

ব্রোয়ার্ড কাউন্টিতে দুই লাখ ৭২ হাজার শিক্ষার্থী রয়েছে এব কাউন্টিটি স্কুল সংখ্যার দিক দিয়ে যুক্তরাষ্ট্রের ষষ্ঠ সর্বোচ্চ অবস্থানে রয়েছে।

ব্রোয়ার্ড টিচারস ইউনিয়নের প্রেসিডেন্ট আনা ফুসকো প্রথমে করোনায় চার শিক্ষকের মৃত্যু হয়েছে বলে জানান। পরে ইউনিয়নের পক্ষ থেকে শুক্রবার জানানো হয়, দুজন সরাসরি শিক্ষক আর তৃতীয় জন টিচিং অ্যাসিস্ট্যান্ট এবং চতুর্থ ব্যক্তি একজন গ্র্যাজুয়েট। তারা চারজনই করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। গত মঙ্গলবার ও বুধবার তারা মারা যান।

আরও পড়ুন: শ্রেণিকক্ষে পাঠদান ছাড়াই অ্যাসাইনমেন্ট-পরীক্ষা, অযৌক্তিক বলছেন শিক্ষার্থীরা 

চার জনের তিন জন টিকা নেননি বলে জানায় ব্রোয়ার্ড টিচারস ইউনিয়ন। তবে, তাঁদের কেউ সম্প্রতি কর্মস্থলে বা শিক্ষাপ্রতিষ্ঠানে যাননি।

করোনাভাইরাসের ডেলটা ভ্যারিয়্যান্টের প্রকোপ শুরু হওয়ায় স্কুল খোলা এবং স্কুলগুলোতে স্বাস্থ্যবিধি নিয়ে দেশটিতে ব্যাপক আলোচনা সমালোচনা হচ্ছে।