করোনা কেড়ে নিল ৩০০ সাংবাদিকের প্রাণ

করোনা কেড়ে নিল ৩০০ সাংবাদিকের প্রাণ
করোনা কেড়ে নিল ৩০০ সাংবাদিকের প্রাণ  © টিডিসি ফাইল ফটো

মহামারি করোনাভাইরাসে পুরোপুরি বিপর্যস্ত দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিল। দেশটিতে এ পর্যন্ত ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন ২ কোটিরও বেশি মানুষ। কয়েক মাস আগেও দেশটিতে সংক্রমণ এবং মৃত্যু ছিলো সকল দেশের উর্ধ্বে। প্রাণঘাতী এই ভাইরাসে আক্রান্ত হয়ে দেশটিতে প্রতিদিনই ৪ হাজারের বেশি মানুষ মারা গিয়েছিল। যা অন্য দেশের মৃত্যুর সব রেকর্ড ভেঙেছে। এবার করোনায় মৃত্যুর নতুন তথ্য দিলো ব্রাজিলের সাংবাদিকদের সংগঠন। দেশটিতে প্রাণঘাতী করোনা ভাইরাসে প্রাণ হারিয়েছেন প্রায় ৩০০ সাংবাদিক।

২০২০ সালের জানুয়ারি থেকে এ বছরের জুলাই পর্যন্ত এসব সাংবাদিক করোনায় মারা যান বলে জানিয়েছে দেশটির সাংবাদিকদের সংগঠন। ব্রাজিলের ন্যাশনাল ফেডারেশন অব জার্নালিস্টের (এফইএনএজে) প্রধান মারিয়া জোসে ব্রাগা বলেন, বর্তমানে টিকাদান কর্মসূচি জোরদার হওয়ায় সাংবাদিকদের মধ্যে সংক্রমণের ঝুঁকি কিছুটা হলেও কমেছে। বিশ্বে করোনায় সর্বোচ্চ মৃত্যু যুক্তরাষ্ট্রে, এরপরই ব্রাজিলের স্থান। দেশটিতে এ পর্যন্ত করোনায় মারা গেছেন ৫ লাখ ৬৬ হাজার ৯০০ জন।


সর্বশেষ সংবাদ