১১ আগস্ট ২০২১, ১২:১৫

বুর্জ খলিফার চূড়ায় বিজ্ঞাপন, সত্যি নাকি ফেক?

বিশ্বের সর্বোচ্চ অট্টালিকা বুর্জ খলিফার চূড়ায় একটি বিজ্ঞাপন চিত্র ধারণ  © সংগৃহীত

ভূপৃষ্ঠ থেকে ৮২৮ মিটার উচ্চতায় বিশ্বের সর্বোচ্চ অট্টালিকা বুর্জ খলিফার চূড়ায় দুবাইভিত্তিক এমিরেটস এয়ারলাইনস একটি বিজ্ঞাপন চিত্র ধারণ করে অনন্য এক রেকর্ড স্থাপন করেছে। বিজ্ঞাপনটির মূল ভূমিকায় অভিনয় করেছেন ইউনিফর্ম পরিহিত এমিরেটসের একজন কেবিন ক্রু।

বিজ্ঞাপনটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশংসা দেখা গেলেও অনেকেই প্রশ্ন তুলেছেন আসলেই কি ভিডিওটি সেখানে ধারণ করা হয়েছে? ফলে তুমুল আলোড়ন তুলেছে বিজ্ঞাপনটি।

৩৩ সেকেন্ডের বিজ্ঞাপনটিতে এয়ারলাইন্সটির কেবিন ক্রু হিসেবে দেখা গেছে পেশাদার স্কাইডাইভিং ইন্সট্রাক্টর নিকোল-লাডভিককে। বুর্জ খলিফার শীর্ষে দাঁড়িয়ে তিনি নানা প্লাকার্ড দেখাতে থাকেন। দর্শক প্রথমে তিনি কোথায় দাঁড়িয়ে আছেন তা বুঝতে না পারলেও দ্রুত ক্যামেরা জুম হতেই বোঝা যায় তিনি আসলে বিশ্বের সর্বোচ্চ ভবনের মাথায় দাঁড়িয়ে আছেন।

টুইটারে একটি ভিডিও প্রকাশ করে ওই অভিযোগের জবাব দিয়েছে এমিরেটস। এয়ারলাইন্সটির শেয়ার করা ভিডিওতে বিশ্বের সর্বোচ্চ ভবনটিতে বিজ্ঞাপন নির্মাণের প্রক্রিয়া দেখানো হয়েছে। এমিরেটস জানিয়েছে, সব ধরনের নিরাপত্তা প্রোটোকল অনুসরণ করা হয়েছে এই প্রক্রিয়ায়।

ভিডিওটি সত্যি নাকি ফেক? দেখুন এখানে

সূর্যোদয়ের সময় বিজ্ঞাপনটির শ্যুটিং শুরু হয়ে শেষ হতে প্রায় পাঁচ ঘণ্টা সময় লাগে। এছাড়া শ্যুটিং টিমের ভবনটির উপরে উঠতে সময় লাগে আরও এক ঘণ্টা ১৫ মিনিট।

বিজ্ঞাপনটির বিষয়ে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এমিরেটস জানায়, এর আগে মাত্র কয়েকজন সেলিব্রিটি বুর্জ খলিফার চূড়ায় আসার সুযোগ পেয়েছেন। তাদের মধ্যে আছেন বিখ্যাত অভিনেতা টম ক্রুজ ও দুবাইয়ের ক্রাউন প্রিন্স শেখ হামদান বিন মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম।

বিজ্ঞাপন চিত্রের শুরুতে দেখা যায়, এমিরেটসের কেবিন ক্রু একটি মেসেজ বোর্ড প্রদর্শন করছেন, যা ২০০৩ সালের জনপ্রিয় চলচ্চিত্র 'লাভ অ্যাকচুয়ালি' এর একটি বিখ্যাত দৃশ্যকে মনে করিয়ে দেয়।

জুম-আউট করার সঙ্গে সঙ্গে দর্শকদের সামনে ভেসে ওঠে ইউনিফর্ম পরিহিত এক এমিরেটস কেবিন ক্রু বুর্জ খলিফার চূড়ায় একা দাঁড়িয়ে আছেন এবং ব্যাকগ্রাউন্ডে দুবাইয়ের মনোরম স্কাইলাইন।

বিজ্ঞাপন চিত্রের ৩৩ সেকেন্ডের ওই ভিডিও ক্লিপটি শুটিংয়ের জন্য অট্টালিকার চূড়ায় প্রায় পাঁচ ঘণ্টা শুটিং টিমকে অবস্থান করতে হয়েছিল। এর শুটিং হয়েছে একটি ড্রোন দিয়ে। পুরোটা সময়জুড়েই সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করে এমিরেটস।

বিজ্ঞাপনটির পরিকল্পনা ও পরিচালনা করেছে এমিরেটসের ইন-হাউজ ব্র্যান্ড টিম, সহযোগিতা করেছে দুবাইয়ে অবস্থিত প্রাইম প্রোডাকশন এএমজি।