১১ আগস্ট ২০২১, ০০:৪২

বিরক্ত হয়ে টি-শার্টেই ছাপিয়ে নিলেন করোনার রিপোর্ট

অভিনব এক পন্থা আবিষ্কার করেছেন ভারতের কৌতুক অভিনেতা অতুল খাত্রী  © সংগৃহীত

করোনা মহামারির প্রভাবে পৃথিবীর প্রায় দেশই ভ্রমণের ক্ষেত্রে আরোপ করে বিভিন্ন ধরনের নিষেধাজ্ঞা। অনেক জায়গাতেই ভ্রমণের জন্য করোনা পরীক্ষার রিপোর্ট সঙ্গে থাকা বাধ্যতামূলক।

ফলে শান্তি মতো ঘুরে-বেড়ানোর বদলে হোটেল বা বিমানবন্দরে করোনার রিপোর্ট সঙ্গে আছে কিনা অথবা হারিয়ে গেল কিনা এসব চিন্তাই মাথায় সারাক্ষণ ঘুরপাক খায় ভ্রমণপ্রেমীদের।

তবে এসব ঝামেলায় আর যেন পড়তে না হয় তাই অভিনব এক পন্থা আবিষ্কার করেছেন ভারতের কৌতুক অভিনেতা অতুল খাত্রী। এই ‘স্ট্যান্ড-আপ’ কমেডিয়ান তার করোনাভাইরাস পরীক্ষার রিপোর্টটি সবসময় প্রকাশ্যে রাখার জন্য ছাপিয়ে নিয়েছেন নিজের টি-শার্টে।

রবিবার (৮ আগস্ট) নিজের টুইটার অ্যাকাউন্টে অতুল লিখেন, যেহেতু কাজ এবং ভ্রমণ পুরদমে শুরু হয়েছে তাই বিমানবন্দর, হোটেল ও বিভিন্ন জায়গায় কোভিড সার্টিফিকেট বারবার দেখাতে বিরক্ত হয়ে যাচ্ছিলাম। সেখান থেকেই এই উপায় মাথায় আসে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়, করোনাভাইরাস ভ্যাকসিন গ্রহণের সার্টিফিকেট, কবে ভ্যাকসিন নিয়েছেন, রিপোর্টে নেগেটিভ এসেছে কি-না এসব তথ্য টি-শার্টে ছাপিয়ে নিয়েছেন অতুল।

এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে অতুলের টি-শার্ট পরা ছবিটি ছড়িয়ে পড়লে মজার মজার সব মন্তব্যে ভরে যায় অতুলের টুইট। 

কেউ লিখেছে, ১৫ আগস্ট থেকে মুম্বাইয়ের ট্রেনে চড়ার জন্য নতুন ‘ড্রেস কোড’ এটা। কেননা ভারতে দুই ডোজ টিকা গ্রহণকারীদের জন্য ১৫ আগস্ট থেকে চালু করে দেওয়া হচ্ছে ট্রেন চলাচল।

তো কেউ লিখেছেন, সমস্ত বিমান যাত্রীদের জন্য এই পোশাক বাধ্যতামূলক করা হোক। কেউ কেউ আবার লিখেছেন অতুলের এই বুদ্ধি তারাও প্রয়োগ করে দেখবেন।