ট্রাক আর্ট থেকে খুঁজে পাওয়া গেল হারিয়ে যাওয়া ৮ শিশুকে

ট্রাক আর্ট থেকে খুঁজে পাওয়া গেল হারিয়ে যাওয়া ৮ শিশুকে
ট্রাক আর্ট থেকে খুঁজে পাওয়া গেল হারিয়ে যাওয়া ৮ শিশুকে  © সংগৃহীত

পাকিস্তানে ট্রাকে আঁকা ছবির মাধ্যমে হারিয়ে যাওয়া ৮ শিশুকে খুঁজে পাওয়া গেছে। সম্প্রতি বার্জার পেইন্টসের উদ্যোগে এই ট্রাক আর্ট করা হয়েছিল।

জানা গেছে, দেশটিতে প্রতিবছর গড়ে তিন হাজার শিশু হারিয়ে যায়। হারিয়ে যাওয়া শিশু কখনো কখনো পরিবারের কাছে ফিরে আসলেও বেশিরভাগ ক্ষেত্রেই খোঁজ মেলেনা নিখোঁজ শিশুর। সেজন্য বেতিক্রমধর্মী এই উদ্যোগ নেয় বার্জার পেইন্টস কর্তৃপক্ষ।

পাকিস্তানে ট্রাক আর্ট বেশ জনপ্রিয়। ট্রাকের গায়ে বিখ্যাত মানুষের ছবি, লতা-পাতা কিংবা নানা নীতিবাক্য দেখা যায়। বার্জার পেইন্টস কর্তৃপক্ষ সেটিকেই কাজে লাগিয়েছে। ট্রাকের গায়ে হারিয়ে যাওয়া শিশুদের ছবি এঁকেছে। সঙ্গে দিয়েছে হটলাইন নাম্বারও।

সম্প্রতি বার্জার পেইন্টস জানিয়েছে, তাদের এই ক্যাম্পেইন চলাকালীন ৫ হাজার ৩০০টি কল আসে। এর মধ্যে ৭২৫ জন শিশু রিপোর্ট করে। আর ৮জন হারিয়ে যাওয়া শিশুকে উদ্ধার করা হয়।


সর্বশেষ সংবাদ