০৬ আগস্ট ২০২১, ১৯:১৮

প্রায় দেড় কোটি টাকা ক্ষতিপূরণ পাচ্ছেন প্রবাসী, দুবাই আদালতের নির্দেশ

হাসপাতালে চিকিৎসাধীন রিজাস মোহাম্মদ কুনহি  © সংগৃহীত

সংযুক্ত আরব আমিরাতের আল আইনে সড়ক দুর্ঘটনায় আহত হওয়ায় ছয় লাখ দিরহাম (বাংলাদেশি মুদ্রায় এক কোটি ৩৮ লাখ টাকার বেশি) ক্ষতিপূরণ পাচ্ছেন ভারতের কেরালার প্রবাসী রিজাস মোহাম্মদ কুনহি (৪১)। দুবাইয়ের আদালত এমন রায় দিয়েছে। গালফনিউজের খবরে এমনটি জানানো হয়েছে।

ভারতীয় প্রবাসী কুনহি আমিরাতি পরিবারের গাড়িচালক হিসেবে কাজ করতেন। ২০২০ সালের ১২ জানুয়ারি আবু ধাবির আল আইনের একটি সড়কে মালিককে নিয়ে যাওয়ার সময় দুর্ঘটনার সম্মুখীন হন। পরে মালিক অন্য গাড়িতে করে ঘটনাস্থল ত্যাগ করলে কুনহি গাড়িতে ফিরে যান। সঙ্গে সঙ্গে অন্য একটি গাড়ি এসে দুর্ঘটনাকবলিত গাড়িটিকে চাপা দেয়। পরে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি হন রিজাস মোহাম্মদ কুনহি।

আঘাতকারী গাড়িটির চালককে পাঁচ হাজার দিরহাম জরিমানা করে আদালত।