পাঞ্জাবের পর খুলছে ভারতের উত্তর প্রদেশের স্কুলও

পাঞ্জাবের পর খুলছে ভারতের উত্তর প্রদেশের স্কুলও
পাঞ্জাবের পর খুলছে ভারতের উত্তর প্রদেশের স্কুলও  © ফাইল ছবি

করোনার সংক্রমণ নিয়ন্ত্রণে আসায় ১৬ আগস্ট থেকে ভারতের উত্তর প্রদেশে স্কুল খুলে দেওয়া হচ্ছে। আর আগামী ১ সেপ্টেম্বর থেকে বিশ্ববিদ্যালয়েও ক্লাস শুরুর ঘোষণা দিয়েছে রাজ্য সরকার। ভারতের সংবাদ সংস্থা পিটিআইয়ের বরাত দিয়ে সোমবার এনডিটিভি এই খবর জানিয়েছে।

এদিন উত্তর প্রদেশ সরকারের এক আদেশে বলা হয়েছে, অর্ধেক শিক্ষার্থী নিয়ে নবম থেকে দ্বাদশ শ্রেণির ক্লাস শুরু হবে।

উত্তর প্রদেশের অতিরিক্ত মুখ্যসচিব নবনীত সেহগাল পিটিআইকে বলেছেন, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের স্কুলের শিক্ষার্থীরা ১৫ আগস্ট দেশের ৭৫তম স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে অংশগ্রহণ করবে। পরদিন ১৬ আগস্ট থেকে অর্ধেক শিক্ষার্থী নিয়ে স্বাস্থ্যবিধি মেনে স্কুলগুলোতে শিক্ষাকার্যক্রম শুরু হবে।

উত্তর প্রদেশ সরকারের বিবৃতিতে বলা হয়েছে, মুখ্যমন্ত্রী যোগী আদিত্য নাথ সব শিক্ষাপ্রতিষ্ঠানে নতুন শিক্ষাবর্ষের কার্যক্রম শুরু করার প্রস্তুতি নিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন।

এদিকে, দেশটির পাঞ্জাব রাজ্য সরকারও তাদের স্কুলগুলো খোলার সিদ্ধান্ত নিয়েছে। রাজ্যটিতে করোনা স্বাস্থ্যবিধি মেনে আজ সোমবার (২ আগস্ট) থেকে দ্বাদশ পর্যন্ত সব শ্রেণির শিক্ষার্থীদের জন্য শিক্ষা কার্যক্রম চালু হওয়ার কথা ছিল।


সর্বশেষ সংবাদ