সহযোগিতা পেলেই স্বাভাবিক জীবনে ফিরতে পারেন হকার লিটু আলম

চিকিৎসার জন্য মানবিক সাহায্যের আবেদন
চিকিৎসার জন্য মানবিক সাহায্যের আবেদন   © প্রতীকী ছবি

দীর্ঘ ২২ বছর মানুষের ঘরে ঘরে পেপার পৌঁছে দিয়েছেন লালবাগের লিটু আলম। বছর খানেক আগে পেপার বিলি করার সময় রাস্তার তারকাটা ঢুকে যায় তার পায়ে, সেখান থেকেই ইনফেকশন।

৫৪ বছরের শরীরে ডায়াবেটিসসহ নানা রকম রোগ ব্যাধি থাকায়, পায়ের ইনফেকশন বড় আকার ধারণ করে। ৭ মাস আগে অপারেশন করে হাঁটু পর্যন্ত পা কেটে ফেলতে হয় তার।

সারাদিন ছুটে চলা এই মানুষটা, এখন ঘরবন্দী। আয় উপার্জন না থাকায় একরকম অসহায় জীবন যাপন করছেন পরিবার নিয়ে। তবে একটি কৃত্রিম পা তাকে আবারও ফেরাতে পারে স্বাভাবিক জীবনে।

সাভার সিআরপি হসপিটালে কৃত্রিম পা লাগাতে সবমিলিয়ে খরচ হবে ৩৮ হাজার টাকা। লিটু আলমের প্রত্যাশা, সমাজের দুই-একজন বিত্তশালী এগিয়ে এলেই, তার পা লাগানোর খরচ মেটানো সম্ভব।

সাহায্যের জন্য
লিটু আলম
01734652961 (পার্সোনাল বিকাশ)


সর্বশেষ সংবাদ