ভারত

পাঞ্জাবের স্কুল খুলছে সোমবার

পাঞ্জাবের স্কুল খুলছে সোমবার
পাঞ্জাবের স্কুল খুলছে সোমবার  © ফাইল ছবি

আর স্কুল বন্ধ রাখতে নারাজ ভারতের পাঞ্জাব রাজ্য সরকার। তাই কোভিড সতর্কতা মেনেই আগামী সোমবার (২ আগস্ট) থেকে দ্বাদশ পর্যন্ত সব শ্রেণির শিক্ষার্থীদের জন্য শিক্ষা কার্যক্রম চালু করতে নির্দেশ দেওয়া হয়েছে। -খবর আনন্দবাজার

তবে আগামী ১০ আগস্ট পর্যন্ত কোভিড বিধিনিষেধ চালু রয়েছে পাঞ্জাবে। তার মধ্যে শনিবার পাঞ্জাব সরকারের পক্ষ থেকে সব স্কুল চালু করার নির্দেশ দেওয়া হয়।

এদিকে, বিধিনিষেধের মধ্যে শিক্ষা কার্যক্রম চালু হলেও, স্কুলে কোভিড সতর্কতা মেনে চলতে হবে বলে জানানো হয়েছে।

এ সম্পর্কে রাজ্যের স্কুল শিক্ষা দফতর থেকে সেই মর্মে নির্দেশিকা প্রকাশ করা হবে বলেও সরকারের পক্ষ থেকে জানানো হয়।

কোভিডে শিশুরা অতটা ঝুকিপূর্ণ নয় তাই স্কুল বন্ধ রাখার প্রয়োজন নেই বলে সম্প্রতি জানান বিশেষজ্ঞরা। তারপর স্কুল খোলার সিদ্ধান্ত নিল পাঞ্জাব সরকার। তবে স্কুল খুললেও রাজ্যটিতে কোভিড বিধিনিষেধ ১০ আগস্ট পর্যন্ত জারি থাকছে।


সর্বশেষ সংবাদ