ঘরের কাজ করতে বলায় বাবার বিরুদ্ধে থানায় অভিযোগ স্কুলপড়ুয়া ছেলের
ঘরের কাজ করতে বলায় বাবার বিরুদ্ধে জোর করে ‘অবৈধ শিশুশ্রম’ করানোর অভিযোগ পুলিশের কাছে করেছে ১৪ বছর বয়সী এক কিশোর। চলতি সপ্তাহেই চীনের আনহুই অঞ্চলের মা’আনশান শহরে এ ঘটনাটি ঘটেছে।
জানা গেছে, কিশোরটি হোমওয়ার্ক ও পড়াশোনা ফেলে সারাদিন শুধু স্মার্টফোন নিয়ে পড়ে থাকে। তার এই আচরণে অতিষ্ঠ বাবা চেয়েছিলেন ছেলেকে কঠিন বাস্তবতার একটু শিক্ষা দিতে। তাই ঘরের কিছু কাজ করতে বলেছিলেন ছেলেকে।
আর তাতেই ক্ষেপে যায় ওই কিশোর। বাড়ি থেকে বের হয়ে সোজা চলে যায় পুলিশ স্টেশনে। আর, জোর করে ‘অবৈধ শিশুশ্রম’ করানোর অভিযোগ দেয় বাবার বিরুদ্ধে।
তবে তার অভিযোগ প্রথমে ঠিকঠাক বুঝতে পারেননি দায়িত্বরত পুলিশ কর্মকর্তা। তাই তিনি ছেলেটির সঙ্গে ওদের বাড়ি এসে হাজির হন। আর, বাবা-মাকে জিজ্ঞাসাবাদ করলে বেরিয়ে আসে আসল ঘটনা।
চীনে গৃহকর্মে বাবা-মাকে সাহায্য করা শিশুশ্রমের আওতায় পড়ে না। এজন্যই অভিযোগ পেয়ে পুলিশ কর্মকর্তা নিশ্চিত হতে চেয়েছিলেন, আরও কোনো ঘটনা আছে কি না। শেষে তিনি উল্টো কিশোরটির বাবা-মাকে পরামর্শ দেন, যেন কিছুদিনের জন্য ওর কাছ থেকে স্মার্টফোন সরিয়ে রাখা হয়।
এমন পরামর্শ শুনে এবার পুলিশের ওপরই ক্ষেপে যায় ওই কিশোর; বলে, ‘আপনার কি মনে হয় আমার এই একটাই মোবাইল ফোন? কী বেকুব আপনি!’ এই খবর ইতোমধ্যেই চীনের সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।
সূত্র: অডিটি সেন্ট্রাল