হজে প্রথমবারের মতো নিরাপত্তার দায়িত্বে সৌদি নারী সেনা

দায়িত্ব পালন করছেন নারী সেনা সদস্য
দায়িত্ব পালন করছেন নারী সেনা সদস্য  © সংগৃহীত

সৌদি আরবের ইতিহাসে প্রথম বারের মতো হজ করতে আসা হাজীদের নিরাপত্তার দায়িত্বে নারী সেনা সদস্য মোতায়েন করা হয়েছে। গত এপ্রিল মাস থেকে তারা মক্কায় দায়িত্ব পালন করছেন।

জানা গেছে, সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান ধীরে ধীরে সৌদি আরবকে রক্ষণশীল সমাজ থেকে বের করে নিয়ে আসছেন। তিনি সামাজিক ও অর্থনৈতিক সংস্কারের কাজ শুরু করেছেন। রক্ষণশীল মুসলিম রাষ্ট্রে বৈচিত্র এনে এর আধুনিকায়ন করার লক্ষ্যেই এই উদ্যোগ নেয়া হয়েছে।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, এই নারী সেনাদের মধ্যে একজনের নাম মোনা। খাকি রঙের সামরিক পোশাক, লম্বা জ্যাকেট, ঢিলেঢালা ট্রাউজার, মাথায় কালো ক্যাপ আর কাপড়ে মুখ ঢেকে এবারের হজের সময় হাজিদের নিরাপত্তার দায়িত্ব পালন করছেন।

মসজিদের সামনে দাঁড়িয়ে তিনি বলেন, আমি আমার প্রয়াত বাবার যাত্র সম্পন্ন করতে তার দেখানো পথ অনুসরণ করছি। হাজিদের সেবায় কাজ করা খুবই মহৎ এবং সম্মানজনক কাজ।


সর্বশেষ সংবাদ