মাধ্যমিকে ফেল করা শিক্ষার্থীদের দেওয়া হচ্ছে বিরিয়ানি
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১৭ জুলাই ২০২১, ০৬:৪৮ PM , আপডেট: ১৭ জুলাই ২০২১, ০৬:৪৮ PM
ভারতের কেরালায় মাধ্যমিকে ফেল করা শিক্ষার্থীদের বিরিয়ানি দেয়া হচ্ছে। একইসঙ্গে তাদের জন্য রাখা হয়েছে বিনা পয়সায় হোটেলে থাকার সুযোগও। অনুত্তীর্ণ শিক্ষার্থীদের মানসিক অবস্থা বিবেচনায় নিয়ে দক্ষিণ কেরালার কোঝিকোড়ের এক ব্যবসায়ী নিজের রিসোর্টে এমন আয়োজন করেছেন।
স্থানীয় সংবাদ সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস এক প্রতিবেদনে জানিয়েছে, কোঝিকোড়ের ওই ব্যবসায়ী ব্যক্তিগত উদ্যোগে নিজের রিসোর্টে মাধ্যমিকে অনুত্তীর্ণ শিক্ষার্থীদের থাকতে দেওয়ার পরিকল্পনা করেছেন।
তিনি জানান, পরীক্ষার ফলাফল প্রকাশের পর দেখেছেন যে কীভাবে উত্তীর্ণ শিক্ষার্থীরা আনন্দে মেতেছে। সোশ্যাল মিডিয়াায় স্ট্যাটাস দিচ্ছে। সেই পরিস্থিতিতে অনুত্তীর্ণ শিক্ষার্থীদের মানসিক অবস্থা কীরকম থাকবে, তা অনুধাবন করেন ওই ব্যবসায়ী।
এ ব্যবসায়ী জানান, তারপরই তামিলনাড়ুর পর্যটনকেন্দ্র কোড়াইকানালে নিজের রিসোর্টে ওই শিক্ষার্থীদের বিনামূল্যে থাকার পরিকল্পনা করেন তিনি। জানান, তার এ উদ্যোগে মূলত আর্থিকভাবে দুর্বল শিক্ষার্থীরা আগ্রহ দেখাচ্ছেন।
তার উদ্যোগ দেখে এগিয়ে আসেন আরও কয়েকজন। হিন্দুস্তান টাইমস জানিয়েছে, কেরালার কোচির কাছে মুলানথুরুথির একটি দোকানের মালিক অনুত্তীর্ণ শিক্ষার্থীদের বিনামূল্যে বিরিয়ানি দেওয়ার ব্যবস্থা করেছেন। আরও কয়েকটি দোকান অনুত্তীর্ণ শিক্ষার্থীদের বিনামূল্যে বিরিয়ানি দিচ্ছে। মানসিক ধাক্কা কাটিয়ে ওঠার জন্য তাদের বিনামূল্যে থাকার ব্যবস্থা করা হয়েছে।
জানা গেছে, এবার রাজ্যটিতে ৪.১৯ লাখ শিক্ষার্থী দশম শ্রেণির বোর্ড পরীক্ষায় পাশ করেছে। অনুত্তীর্ণ হয়েছে ২,২৩৬ জন (০.৫৩ শতাংশ)। একেবারে সহজ মূল্যায়ন প্রক্রিয়া সত্ত্বেও কেন তারা উত্তীর্ণ হতে পারেনি।