মহানগরের প্রশংসায় প্রসেনজিৎ
বাংলাদেশের ওয়েব সিরিজ 'মহানগর' এর প্রশংসায় এবার পঞ্চমুখ কলকাতার প্রসেনজিৎ। আর পশ্চিমবঙ্গের বাংলা চলচ্চিত্রের শীর্ষস্থানের নায়ক প্রসেনজিৎ চট্টোপাধ্যাযয়ের প্রশংসায় উচ্ছসিত বাংলাদেশের টেলিভিশন ইন্ডাস্ট্রির তরুণ নির্মাতা আশফাক নিপুন। তাকে সিনেমা বানানোর পরামর্শও দিয়েছেন ভারতীয় এই গুণী তারকা।
আশফাক নিপুন আজ রোববার (১১ জুলাই) তার ফেসবুক একাউন্টে একটি স্ট্যাটাসের মাধ্যমে বিষয়টি জানিয়েছেন।
তার স্ট্যাটাসটি দ্যা ডেইলি ক্যম্পাস পাঠকদের জন্য হুবহু তুলে ধরা হলো,
'আমি অত্যন্ত সম্মানিত বোধ করছি! কিছুক্ষণ আগে ভারতের লেজেণ্ডারী অভিনেতা Prosenjit Chatterjee স্বয়ং আমাকে কল করে "মহানগর" এর ভুয়সী প্রশংসা করেছেন! প্রায় ১৫ মিনিট কথা হয়েছে উনার সঙ্গে যার পুরাটাই ছিল "মহানগর" নিয়ে। মহানগর এর গল্প, পারফরম্যান্স, কাষ্ট, ক্রু সবকিছু নিয়ে দারুণ উচ্ছসিত তিনি। "মহানগর" এর গল্প বলার ধরণে, প্রতিটা অভিনেতার পারফরম্যান্স উনি মুগ্ধ। বিশেষ করে ওসি হারুণ চরিত্রে মোশাররফ করিম এর অভিনয় নিয়ে উনার মুগ্ধতা কমছিলই না! এটাও বললেন করিম ভাইয়ের মত অভিনেতা এখন ঐ বাংলাতেও আর দেখা যায় না। শিশুর মত আগ্রহ নিয়ে "মহানগর" এর শুটিং নিয়ে একের পর এক প্রশ্ন করে যাচ্ছিলেন, ঋতুপর্ণ ঘোষের সিনেমার প্রসঙ্গ টানছিলেন, উৎপল দত্তর কথা বলছিলেন আর এদিকে আমি আমার কানকেই বিশ্বাস করতে পারছিলাম না!
ইউনিটের সবাইকে সালাম আর শুভেচ্ছা জানিয়ে ফোন রাখার আগে বারবার জোর দিয়ে বললেন "আপনার সিনেমা বানানো উচিৎ। সিরিজ তো বানাবেনই, কিন্তু আপনার উচিৎ সিনেমা বানানো। সিনেমা আপনার জায়গা।"
I am absolutely humbled and feel all the more encouraged to share more stories, right from my heart! Thank you Bumba da.'