বাংলাদেশি সমর্থকদের শুভেচ্ছা জানালো আর্জেন্টিনার দূতাবাস
ফুটবলের দুই পরাশক্তির মহারন হতে যাচ্ছে আগামীকাল৷ বিশ্বব্যাপী এই খেলা নিয়ে চরম উত্তেজনা বিরাজ করলেও বাংলাদেশে এই উন্মাদনা একটু বেশিই। বিষয়টি অজানা নয় আর্জেন্টিনা দূতাবাসেরও। যদিও দেশে আর্জেন্টিনার কোনো দূতাবাস নেই।
বাংলাদেশের ফুটবল প্রেমিদের উন্মাদনার খবর ১৫ হাজাত কিলোমিটার দূরে অবস্থিত আর্জেন্টিনা-ব্রাজিলের খবরের শিরোনাম হয়েছে। বিষয়টি নজরে এসেছে ভারতে অবস্থিত আর্জেন্টিনা দূতাবাসেরও। আর এভাবে আর্জেন্টিনাকে সমর্থন দেয়ার জন্য দেশটির রাষ্ট্রদূত শুভেচ্ছা জানিয়েছি বাংলাদেশি সমর্থকদের।
ভারতের দিল্লিতে অবস্থিত আর্জেন্টিনার দূতাবাস থেকে এ সংক্রান্ত একটি প্রেস নোট পাঠানো হয়েছে৷ এতে বলা হয়েছে, বাংলাদেশের নাগরিকবৃন্দকে অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি যে, আর্জেন্টিনা কোপা আমেরিকার ফাইনালে উঠেছে। আমরা জানি বাংলাদেশে আর্জেন্টিনার অসংখ্য ভক্ত রয়েছে। মেসি-নেইমারের ফুটবল নৈপুণ্য দেখার জন্য তারা মুখিয়ে আছে। আর্জেন্টিনার দূতাবাসের পক্ষ থেকে বাংলাদেশিদের শুভেচ্ছা। অনুগ্রহ পূর্বক খেলা উপভোগ করবেন।