ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগ
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সরকারের মন্ত্রিসভার রদবদল হতে পারে আজই। তার ঠিক আগে পদত্যাগ করলেন একাধিক কেন্দ্রীয় মন্ত্রী। তাদের অন্যতম কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন ও কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী রমেশ পোখরিয়াল নিশাঙ্ক। এছাড়াও পদত্যাগ করেছেন সদানন্দ গৌড়া, দেবশ্রী চৌধুরী, সঞ্জয় ধোত্রে ও রতনলাল কাতারিয়া।
আজ বুধবার (০৭ জুলাই) কেন্দ্রীয় মন্ত্রিসভার রদবদল হওয়ার পূর্ণ সম্ভাবনা রয়েছে। সব কিছু ঠিক থাকলে স্থানীয় সময় আজ সন্ধ্যা ৬টার দিকে রাষ্ট্রপতি ভবনের অশোক হলে মোদি সরকারের নতুন মন্ত্রীরা শপথ নিতে পারেন।
আনন্দবাজার পত্রিকার এক প্রতিবেদনে জানানো হয়, আগামী বছর বিধানসভা নির্বাচনের কথা মাথায় রেখে মন্ত্রিসভার রদবদলে উত্তরপ্রদেশ এবং উত্তরাখণ্ড বিশেষ গুরুত্ব পাবে বলে মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ। মোট ৪৩ জন মন্ত্রী পদে শপথ নিতে পারেন। রাষ্ট্রপতি ভবন সূত্রে খবর, আজ সন্ধে ৬টায় হবে শপথ গ্রহণ অনুষ্ঠান।
পড়ুন: আর ছুটি নয়, এবার পড়ানো শুরু করতে চান কলকাতার শিক্ষকরা
কেন্দ্রীয় মন্ত্রিসভায় বর্তমানে ২৯টি পদ ফাঁকা রয়েছে। যার মধ্যে ১৭ থেকে ২২ জন নতুন মুখ এবারের রদবদলে আসতে পারেন। যার মধ্যে পূর্ণমন্ত্রীর পদ পেতে পারেন ছয়জন।
এই তালিকায় মধ্যপ্রদেশের নেতা বিজেপির রাজ্যসভার এমপি জ্যোতিরাদিত্য সিন্ধিয়া, আসামের প্রাক্তন মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনওয়াল, বিহারের প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রী বর্তমানে রাজ্যসভার এমপি সুশীল মোদি, মহারাষ্ট্রের সাবেক মুখ্যমন্ত্রী বর্তমানে রাজ্যসভার এমপি নারায়ণ রানের নাম রয়েছে।