০৪ জুলাই ২০২১, ১১:২১

ইতালি যাওয়ার পথে ভূমধ্যসাগরে বাংলাদেশিসহ ৪৩ অভিবাসীর মৃত্যু

ভূমধ্যসাগরে নৌকা ডুবি  © ফাইল ফটো

লিবিয়া থেকে ইতালিয়া যাওয়ার পথে তিউনিসিয়া অঞ্চলের ভূমধ্যসাগরে নৌকা ডুবির ঘটনায় ৪৩ জনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় ৮৪ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।

তিউনিসিয়ার রেড ক্রিসেন্ট জানিয়েছে, ভূমধ্যসাগরে ডুবে যাওয়া নৌকাটিতে বাংলাদেশ, মিসর, সুদান ও ইরিত্রিয়া থেকে আসা অভিবাসীরা ছিলেন।

জানা গেছে, লিবিয়ার উত্তর-পশ্চিম অঞ্চলের জুয়ারা থেকে নৌকায় ইতালির উদ্দেশ্যে যাত্রা শুরু করেছিলেন। পরে তিউনিসিয়ার এই অঞ্চলে আসার পর অভিবাসীদের বহনকারী নৌকা ডুবে যায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন তিউনিসিয়া রেড ক্রিসেন্ট কর্মকর্তা মঙ্গি স্লিম। তিনি বলেন, আমরা ৮৪ জনকে জীবিত উদ্ধার করতে পেরেছি।