২৬ জুন ২০২১, ১১:৪০

ফলাফলে অতীতের সব রেকর্ড ভঙ্গ বাংলাদেশি মেয়ে ফারহানার!

ফারহানা আহমদ  © ফাইল ফটো

বাংলাদেশি বংশোদ্ভূত ফারহানা আহমদ বৃটেনে লেখাপড়ায় অসাধারণ সাফল্যের স্বাক্ষর রেখেছেন। তিনি বিশ্বখ্যাত লন্ডন ইউনিভার্সিটির স্বনামধন্য দ্য সিটি ল’ স্কুল থেকে ল’ ডিগ্রি তথা এলএলবি (অনার্স) ডিগ্রিতে প্রথম শ্রেণীতে প্রথম হয়েছেন। ডিগ্রিতে তিনি গড়ে মার্কস পেয়েছেন ৭৬.৩ শতাংশ। কিছু বিষয়ে তিনি তার ইউনিভার্সিটির ল’ ডিপার্টমেন্টের অতীতের সব রেকর্ড ভঙ্গ করে সর্বোচ্চ মার্কস পেয়েছেন।

ফারহানা আহমদ ফ্যামিলি ল’তে মার্কস পেয়েছেন ৮১.৫ শতাংশ, কোম্পানি ল’তে ৮১.৫ শতাংশ, কমপ্যারেটিভ কনস্টিটিউশনাল ল’তে ৮২ শতাংশ, ক্রিমিনাল ল’তে ৮২.৮ শতাংশ, প্রফেশনাল কোয়ালিফিকেশন মডিউল-এ ৮৩ শতাংশ, ইমিগ্রেশন ল’তে ৮৫ শতাংশ এবং এডভান্সড ক্রিমিনাল ল’তে ৮৮ শতাংশ ।  

লন্ডনে জন্ম নেয়া ফারহানা আহমদের পৈত্রিক নিবাস বাংলাদেশের সিলেট জেলার বিশ্বনাথ উপজেলার দৌলতপুর ইউনিয়নের বাহাড়া দুবাগ গ্রামে। তিনি বিলেতের প্রতিথযশা আইনজীবী ও নিউহ্যাম কাউন্সিলের টানা তিন টার্মের সাবেক ডেপুটি স্পিকার কাউন্সিলর ব্যারিস্টার নাজির আহমদ ও কবি মিসেস সালমা আহমদের দ্বিতীয় সন্তান।

এক প্রতিক্রিয়ায় ফারহানা আহমদ বলেন, প্রথমেই শুকরিয়া জানাচ্ছি মহান আল্লাহপাকের। এরপর কৃতজ্ঞতা জানাচ্ছি আমার শ্রদ্ধেয় পিতামাতা ও শিক্ষকমন্ডলীর প্রতি যাদের সহায়তা ও গাইডেন্স আমাকে এই ফলাফল আনতে উদ্বুদ্ধ করেছে। আমি আলোকিত সমাজ ও কমিউনিটি বিনির্মাণে এবং আইনের শাসন প্রতিষ্ঠায় সক্রিয় ভূমিকা রাখতে চাই’। ফারহানার স্বপ্ন ভবিষ্যতে একদিন বৃটিশ হাইকোর্টের বিচারপতি হওয়া। তিনি সবার দোয়া প্রার্থী।