২৪ জুন ২০২১, ১১:০৮

ক্ষমা চেয়ে নোম চমস্কির ভিডিও সরালেন সেই উপস্থাপক

উপস্থাপক ও নোম চমস্কি  © সংগৃহীত

ফেসবুক লাইভের সিডিউল নিয়ে নোম চমস্কিকে এক ঘণ্টা অপেক্ষা করিয়ে রেখেছিলেন তানবীরুল মিরাজ রিপন। লাইভে তথ্যগত ভুলও করেন তিনি। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সমালোচিত হন মিরাজ রিপন।

পরে বুধবার রাতে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে তিনি ক্ষমা চেয়েছেন। একই সাথে তিনি সাক্ষাৎকারের ভিডিও সরিয়ে নেওয়ার কথা বলেছেন।

তানবীরুল মিরাজ রিপন তার ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন, আমি আজকের (নোম চমস্কির সাক্ষাৎকার বিষয়ে) এ সব সকল ভুলের জন্য সকলের কাছে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করছি এবং যেহেতু বাংলাদেশের ইতিহাসের বিকৃতি রোধে আমি সোচ্চার এবং কেউ যেন শুনে ভুল তথ্য না পায়, তাই ভিডিওটিও আমি সরিয়ে নিচ্ছি। সময় সুযোগ পেলে পেশাদারিত্বের সাথে নোম চমস্কিকে সাথে আবারও হাজির হব বাংলাদেশের প্রেক্ষাপটে।

তিনি লিখেছেন, আন্তর্জাতিক সময় জ্ঞানের অজ্ঞতা এবং অভিজ্ঞতার অভাবে, আজকে পূর্ব নির্ধারিত নোম চমস্কির সাথে সাক্ষাৎকারে সময়মত আমি উপস্থিত হতে পারি নাই। একইসাথে সময়মত নির্ধারিত সাক্ষাৎকারে উপস্থিত না হতে পেরে অপ্রস্তুতভাবে সাক্ষাৎকার গ্রহণ করে ফেইসবুকে লাইভ করি। যা আসলে পরবর্তীতে অনেকগুলো অনিচ্ছাকৃত ভুলের অবতারণা করে, যেমন বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে ১৯৭১ সালে ৩০ লক্ষ মানুষ গণহত্যার শিকার হয়েছেন এবং দুই লাখের বেশি নারী-শিশুর সম্ভ্রমহানি ও নির্যাতন ও নিপীড়নের শিকার হয়েছেন, অভিজ্ঞতা এবং অসচেতনভাবে ও দ্রুত বলতে গিয়ে, আমি বলে ফেলেছি ২ লক্ষ মানুষ গণহত্যার শিকার হয়েছে, যা সম্পূর্ণ ভুল।

তিনি আরও লিখেছেন, একইসাথে যখন নোম চমোস্কি বলেছেন, রোহিঙ্গ্যাদের বিরুদ্ধে কি গণহত্যা হয়েছে? তখন আমি উত্তরে বলেছি রোহিঙ্গ্যাদের বিরুদ্ধে এথনিক ক্লিনজিং বা জাতিগত নিশ্চিহ্নকরণ করা হচ্ছে, যা জাতিসংঘ কর্তৃকও বলা হয়েছে, কিন্তু আমি মনে করি, রোহিঙ্গাদের বিরুদ্ধেও গণহত্যা সংঘটিত হয়েছে।