বাংলাদেশিদের প্রবেশ নিষেধ, এবার ইংরেজিতেও জানিয়ে দিল ইতালি

ইতালিতে আগামী ৩০ জুলাই পর্যন্ত প্রবেশ করতে পারবেন না বাংলাদেশ, ভারত ও শ্রীলঙ্কার নাগরিকেরা
ইতালিতে আগামী ৩০ জুলাই পর্যন্ত প্রবেশ করতে পারবেন না বাংলাদেশ, ভারত ও শ্রীলঙ্কার নাগরিকেরা  © ইন্টারনেট

ভারতসহ দক্ষিণ এশিয়ার দেশগুলোয় করোনা সংক্রমণ পরিস্থিতি ঊর্ধ্বমুখী। এ পরিস্থিতিতে ভারত, বাংলাদেশ ও শ্রীলঙ্কার নাগরিকদের ইতালিতে প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছিল দেশটি। গত ১৯ জুন এ সংক্রান্ত অধ্যাদেশ জারি করে তা স্বাস্থ্য মন্ত্রণালয়ের ওয়েবসাইটে ইতালিয়ান ভাষায় জানিয়ে দেওয়া হয়েছিল।

আগামী ৩০ জুলাই পর্যন্ত ইতালিতে প্রবেশ করতে পারবে না বাংলাদেশসহ এই তিন দেশের নাগরিকেরা। এবার সেই প্রজ্ঞাপন ইংরেজি ভাষায়ও জানিয়ে দিয়েছে দেশটি। ইতালির স্বাস্থ্য মন্ত্রণালয়ের ওয়েবসাইটে ইংরেজি ভাষায় এ অধ্যাদেশ প্রকাশ করা হয়েছে।

অধ্যাদেশে বলা হয়েছে, গত ১৮ জুন (শুক্রবার) ভারত, বাংলাদেশ ও শ্রীলঙ্কা থেকে ইতালিতে প্রবেশের নিষেধাজ্ঞা ৩০ জুলাই পর্যন্ত বর্ধিত করে স্বাস্থ্য মন্ত্রণালয় অধ্যাদেশ জারি করে। দেশ তিনটিতে বিগত ১৪ দিনে ভ্রমণ করা মানুষও ইতালিতে প্রবেশ করতে পারবেন না।

এ সংক্রান্ত সরকারি গেজেট গত ১৯ জুন প্রকাশিত হবার পর আজ ২১ জুন (সোমবার) তা ইতালিয়ান ভাষার পাশাপাশি ইংরেজিতেও প্রকাশ করেছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।