বেলজিয়াম

স্কুলের ভবনে ধস, প্রাণ গেল পাঁচজনের

বেলজিয়ামে একটি স্কুলের ভবন ধসের ঘটনায় পাঁচজন প্রাণ হারিয়েছেন
বেলজিয়ামে একটি স্কুলের ভবন ধসের ঘটনায় পাঁচজন প্রাণ হারিয়েছেন  © বিবিসি

বেলজিয়ামে একটি স্কুলের ভবন ধসে প্রাণ হারিয়েছেন পাঁচজন। তারা সবাই নির্মাণ শ্রমিক। স্থানীয় সময় শুক্রবার (১৮ জুন) দেশটির আন্টওয়ার্প শহরের স্কুলটিতে এ ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন ৯ জন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

খবরে বলা হয়েছে, শুক্রবার বিকেলে হঠাৎ স্কুল ভবনের একাংশ ধসে পড়ে। এতে পাঁচ নির্মাণ শ্রমিক নিহত হন। তারা ঘটনাস্থলেই কাজ করছিলেন। তবে ভবন ধসে পড়ার কারণ জানা যায়নি।

স্কুল ভবন শুক্রবার বিকেলে ধসে পড়লেও ধ্বংসস্তুপ সরিয়ে শনিবার নিহতদের মরদেহ বের করতে সক্ষম হন উদ্ধারকর্মীরা। পুলিশ জানিয়েছে, নিহতদের দুজন পর্তুগাল ও রোমানিয়ার নাগরিক।

বেলজিয়ামের অগ্নিনির্বাপন বিভাগ টুইটারে জানিয়েছে, এ ঘটনায় আহত হয়েছেন ৯ জন। তাদের মধ্যে তিনজন আইসিইউতে আছেন। তবে তাদের অবস্থা আশঙ্কাজনক নয় বলে জানানো হয়েছে।

ব্রাসেলস টাইমস জানিয়েছে, ধসে পড়া স্কুলটি একটি প্রাথমিক বিদ্যালয়। আগামী ১ সেপ্টেম্বর নতুন শিক্ষাবর্ষ শুরু হবে বিদ্যালয়টিতে। নতুন শিক্ষাবর্ষ শুরুর আগে স্কুলটিতে সংস্কার কাজ চলছিল। দুর্ঘটনাকবলিত স্কুলটি পরিদর্শন করেছেন বেলজিয়ামের রাজা কিং ফিলিপ। এ সময় দেশটির প্রধানমন্ত্রী আলেক্সান্ডার দ্য ক্রো উপস্থিত ছিলেন।


সর্বশেষ সংবাদ