স্কুল খুলে দেয়ার পরিকল্পনা করছে সিঙ্গাপুর

স্কুল শিক্ষার্থী
স্কুল শিক্ষার্থী  © ফাইল ফটো

করোনা সংক্রমণের ঊর্ধ্বগতির মধ্যেও চলতি মাসের শেষ দিকে স্কুল খুলে দেয়ার পরিকল্পনা করছে সিঙ্গাপুর। এজন্য শিক্ষার্থীদের টিকাদান কার্যক্রম আরও দ্রুত শেষ করার সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার। 

জানা গেছে, ছাত্রছাত্রীদের করোনা ভ্যাকসিন দেয়ার পরই স্কুল খুলবে সিঙ্গাপুর। এজন্য গত ১১ জুন থেকে টিকা পেতে রেজিস্ট্রেশন করতে বলা হয়। ১২ বছর কিংবা তার চেয়ে বেশি বয়সী শিশুদের টিকা দেবে তারা। আগামী ২৮ জুন থেকে শিক্ষার্থীদের বিদ্যালয়ে নিয়ে আসার পরিকল্পনা রয়েছে কর্তৃপক্ষের।

সোমবার সিঙ্গাপুরের শিক্ষামন্ত্রী চান চুন সিং সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেয়া এক পোস্টে বলেন, আমাদের দেশের ৯০ শতাংশ শিক্ষার্থী ভ্যাকসিন নিতে রেজিস্ট্রেশন করেছেন। নিবন্ধনকারীদের মধ্যে এক-তৃতীয়াংশ ছাত্রছাত্রী করোনা টিকার প্রথম ডোজ পেয়েছেন।


সর্বশেষ সংবাদ