যুদ্ধবিরতিতে মধ্যস্ততা করায় মিশরকে ধন্যবাদ জানালেন বাইডেন

জো বাইডেন ও আবদেল ফাত্তাহ আল-সিসি
জো বাইডেন ও আবদেল ফাত্তাহ আল-সিসি  © সংগৃহীত

টানা ১১ দিন যুদ্ধ চলার পরে ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে যুদ্ধবিরতিতে মধ্যস্থতা করার জন্য মিসরকে ধন্যবাদ জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। গতকাল সোমবার টেলিফোনে মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসির সঙ্গে আলাপকালে ধন্যবাদ জানান মার্কিন এই প্রেসিডেন্ট।

এসময় যুদ্ধে ধ্বংসস্তুপে পরিণত হওয়া গাজার পাশে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে দেশবাসীর প্রতি আহবান জানান তারা। তবে পাঠানো সহযোগিতা যেন কোন রাজনৈতিক দলের কাছে না গিয়ে সাধারণ মানুষের কাছে যায় সে বিষয়ে সচেতন থাকার আহ্বানও জানান এই দুই নেতা।   

জানা যায়, ইসরায়েল ও ফিলিস্তিন ইস্যুতে ভূমিকা রাখায় নিজের দল ডেমোক্রেট পার্টির কাছে এবং বিশ্বব্যাপী নানান সমালোচনার শিকার হয়েছেন জো বাইডেন।  

প্রসঙ্গত, মিসরের মধ্যস্থতায় গত শুক্রবার ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে যুদ্ধবিরতি হয়। এছাড়া গত সপ্তাহে যুদ্ধক্ষেত্র গাজার সংস্কারে ৫শ মিলিয়ন ডলার সহযোগিতার ঘোষণা দিয়েছেন আবদেল ফাত্তাহ আল-সিসি।

যুদ্ধ চলাকালিন ১১ দিনে ইসরায়েলি হামলায় ২৫০ ফিলিস্তিনির মুত্যু হয়। আহত হয়েছে অন্তত ২ হাজার মানুষ। এছাড়া ধ্বংস হয়েছে গাজার বহু স্থাপনা।

সূত্র: আল-জাজিরা


সর্বশেষ সংবাদ