২৩ মে ২০২১, ১০:৫৬

ভারতে কমছে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা

ভারতে কমছে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা  © সংগৃহীত

অবশেষে কমতে শুরু করেছে করোনা মহামারিতে বিপর্যস্ত ভারতের আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। গত দিনের তুলনায় আজ রোববার নতুনভাবে আক্রান্তের সংখ্যা কিছুটা কমেছে এবং মৃত্যুও নেমে এসেছে ৪ হাজারের নিচে।

রোববার (২৩ মে) ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন ২ লাখ ৪০ হাজার ৮৪২ জন এবং মারা গেছেন ৩ হাজার ৭৪১ জন। যা গতকাল শনিবারের তুলনায় আক্রান্ত প্রায় ১৮ হাজার এবং মৃত্যুও প্রায় সাড়ে ৪ শতাধিক কম।

এপর্যন্ত দেশটিতে করোনায় আক্রান্তের মোট সংখ্যা দাঁড়িয়েছে ২ কোটি ৬৫ লাখ ৩০ হাজার ১৩২ জনে। এবং মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৯৯ হাজার ২৬৬ জনে।

এএনআই’র সূত্রে জানা যায়, এখন প্রতিদিন যে হারে মানুষ সুস্থ হয়ে উঠছেন তা আক্রান্তের তুলনায় অনেক বেশি।  গত দু’সপ্তাহে আক্রান্তের সংখ্যা কমতে কমতে এখন ২৮ লাখে নেমে এসেছে। দেশটিতে এখন মোট সক্রিয় রোগীর সংখ্যা ২৮ লাখ ৫ হাজার ৩৯৯ জন।

সূত্র: এএনআই