২১ মে ২০২১, ০৮:০৫

যুদ্ধবিরতিতে রাজি ইসরায়েল

রকেট হামলা  © ফাইল ফটো

আন্তর্জাতিক সম্প্রদায়ের চাপের মুখে পড়ে অবশেষে যুদ্ধবিরতিতে যেতে রাজি হয়েছে ইসরায়েল। টানা ১১ দিন গাজা উপত্যকায় হামলার পর ইসরায়েলের সরকার এমন সিদ্ধান্ত নিয়েছে বলে বিবিসির এক প্রতিবেদনে দাবি করা হয়েছে।

বৃহস্পতিবার (২০ মে) রাতে গাজায় বিবিসির প্রতিনিধি রুশাদি আবুয়ালউফ তার এক টুইট বার্তায় জানিয়েছেন, ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর নেতৃত্বে বৃহস্পতিবার মন্ত্রীপরিষদের বৈঠকের আগে এই সিদ্ধান্ত নেয়া হয়। বৈঠকের পর ইসরায়েলের তাদের এই সিদ্ধান্তের কথা মিসরকে জানাবে।

তবে রুশাদি তার পোস্টে এটিও বলেছেন যে, ইসরায়েল আনুষ্ঠানিকভাবে এখনো যুদ্ধবিরতির ঘোষণা দেয়নি।

এদিকে বৃহস্পতিবার হামাস নেতা মুসা আবু মারজুক বলেন, যেভাবে আন্তর্জাতিক সম্প্রদায়ের দুই দেশকে যুদ্ধবিরতির জন্য আহবান জানিয়েছেন, আশা করছি এটি ফলপ্রসূ হবে। দুই/একদিনের মধ্যেই এই বিষয়ে ভালো খবর আসবে।