ইসরায়েলকে সমর্থন জানালে ১০ বছরের জেল: কুয়েত
বাস্তব জীবন কিংবা সামাজিক যোগাযোগমাধ্যমে ইসরায়েলকে সমর্থন জানালে ১০ বছরের কারাভোগ করতে হবে কুয়েতের নাগরিকদের। শুধু তাই নয়; গুনতে হবে ৫ হাজার দিরহামও। এমন আইনই করেছে দেশটির সরকার।
বুধবার (১৯ মে) পাকিস্তানি সংবাদমাধ্যম এমএমএননিউজ এমন খবর ছাপিয়েছে। তাদের খবরে আন্তর্জাতিক খ্যাতিমান ব্যাংকার, উদ্যোক্তা ও ক্যাপিটাল মার্কেটের উপদেষ্টা মীর মোহাম্মদ আলী খানের বক্তব্য কোড করা হয়েছে।
এই টুইট বার্তায় মোহাম্মদ আলী খান কুয়েত সরকারকে ধন্যবাদ জানিয়ে লিখেছেন, কুয়েত সরকারকে অভিনন্দন। তারা একটি আইন জারি করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যম কিংবা বাস্তব জীবনে যদি কেউ ইসরায়েলকে সমর্থন করে তাহলে ১০ বছরের কারাদণ্ড ও ৫ হাজার দিরহাম জরিমানা ধার্য করা হয়েছে।
এদিকে বুধবার ইসরায়েল জানিয়েছে, গাজায় হামলা বন্ধে কোনো সময়সীমা নির্ধারণ করবে না তারা। গাজার সাথে ভবিষ্যত সংঘাত বন্ধে এবং উদ্দেশ্য হাসিলের জন্য বলপূর্বক প্রতিরোধে জড়িত থাকার কথা জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিইয়ামিন নেতানিয়াহু।