গাজায় ক্ষতিগ্রস্তদের জন্য তহবিল সংগ্রহ করছে ঢাকাস্থ ফিলিস্তিন দূতাবাস

তহবিল সংগ্রহ করছে ঢাকার ফিলিস্তিন দূতাবাস
তহবিল সংগ্রহ করছে ঢাকার ফিলিস্তিন দূতাবাস  © ফাইল ফটো

ইসরায়েলি বিমান হামলায় ফিলিস্তিনের গাজা উপত্যকায় ক্ষতিগ্রস্তদের জন্য তহবিল সংগ্রহ করছে ঢাকাস্থ ফিলিস্তিন দূতাবাস। আজ সোমবার রাত পর্যন্ত গাজায় ইসরায়েলি বাহিনীর উপর্যুপরি বোমা হামলায় ৫৮টি শিশু, ৩৪ জন নারীসহ ১৯8 জনের প্রাণহানি ঘটেছে। আহত হয়েছে ১৩০০ জনের বেশি মানুষ।

এই হামলায় ক্ষতিগ্রস্তদের সহায়তা করার আহ্বান জানিয়েছে ঢাকার ফিলিস্তিন দূতাবাস।

দূতাবাসের ওয়েবসাইটফেসবুক পেজে তিনটি বিকাশ ও একটি করে নগদ ও রকেট নম্বর দেওয়া হয়েছে। টাকা পাঠানোর পর ০১৯৮৮১৪১৪১৪ নম্বরে কল দিয়ে নিশ্চিত করার অনুরোধ করা হয়েছে।

অর্থ সংগ্রহের বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেন বাংলাদেশে নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসেফ এস ওয়াই রামাদান।

রাষ্ট্রদূতের সহকারী আনিকা তাহমিনা জানান, ‘প্রথমে ওষুধ ও অর্থ সংগ্রহের আহ্বান জানানো হয়েছিল। পর্যাপ্ত পরিমাণ ওষুধ পাওয়া গেছে। এখন শুধু অর্থ নেওয়া হচ্ছে। বিকাশ, নগদ বা রকেট (পারসোনাল) নম্বরে টাকা পাঠানোর পাশাপাশি সরাসরি দূতাবাসে এসে অর্থ জমা দেওয়া যাবে। সপ্তাহের রোববার থেকে বৃহস্পতিবার যেকোনো দিন সকাল ৯টা থেকে বিকেল ৫টার মধ্যে এসে অর্থ হস্তান্তর করা যাবে।’