পতাকা ওড়ানোয় হামজার প্রতি ফিলিস্তিন সরকারের কৃতজ্ঞতা

শিরোপা জয়ের পর পতাকা হাতে হামজা চৌধুরী
শিরোপা জয়ের পর পতাকা হাতে হামজা চৌধুরী  © সংগৃহীত

ইংল্যান্ডে এফ এ কাপের শিরোপা জয়ের পর মাঠে ফিলিস্তিনের সমর্থনে দেশটির পতাকা উড়িয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত লেস্টার সিটির মিডফিল্ডার হামজা। আর এতেই প্রশংসার জোয়ারে ভাসছেন তিনি। এবার আনুষ্ঠানিক ভাবে হামজার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করলো ফিলিস্তিনের সরকার।

রবিবার (১৬ মে) ইংল্যান্ডে অবস্থিত ফিলিস্তিনি রাষ্ট্রদূত বাংলাদেশের হামজার প্রতি কৃতজ্ঞতা জানান।

ফিলিস্তিনের রাষ্ট্রদূত হুমাস জমলট এক চিঠিতে বলেন, এমন গুরুত্বপূর্ণ জয়ের পর ফিলিস্তিনের সমর্থনে হামজা চৌধুরী আমাদের পতাকা ওড়ানোয় আমরা তার কাছে চীর কৃতজ্ঞ। এফ এ কাপের শিরোপা জয়ের পর ফিলিস্তিনের পতাকা ওড়ানোর ঘটনা নজিরবিহীন।

প্রসঙ্গত, ৫২ বছর পর এফ এ কাপের শিরোপা ঘরে তুললো লেস্টার সিটি। ফাইনালে তারা চেলসিকে ১-০ গোলে হারায়। ইংল্যান্ডের ওয়েম্বলি স্টেডিয়ামে খেলাটি অনুষ্ঠিত হয়। খেলা দেখতে মাঠে উপস্থিত ছিলেন দেশটির রাজপরিবারের সদস্য প্রিন্স উইলিয়ামস।


সর্বশেষ সংবাদ