১৫ মে ২০২১, ১৯:২৪

ইসরায়েলি হামলায় মাটির সাথে মিশে গেছে আল-জাজিরা কার্যালয়

গাজায় ইসরায়েলের হামলা  © সংগৃহীত

ইসরায়েলের বিমান হামলায় গাজা উপত্যকায় অবস্থিত কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল-জাজিরার কার্যালয় মাটির সাথে মিশে গেছে। হামলার বিষয়টি শনিবার (১৫ মে) আল-জাজিরা তাদের অনলাইন সংবাদে নিশ্চিত করেছে। এর আগে আল-জাজিরার কার্যালয়ে হামলার হুমকি দিয়ে রেখেছিল ইসরায়েল।

আল-জাজিরার সংবাদে প্রকাশিত ছবিতে দেখা গেছে, হামলায় সংবাদ মাধ্যমটির কার্যালয় পুরোপুরি নিশ্চিহ্ন হয়ে গেছে। ভবনের চারপাশে ধোয়ার কুন্ডলী দেখা যাচ্ছে। ওই ভবনে মার্কিন সংংবাদ সংস্থা এসোসিয়েট প্রেসের (এপি) কার্যালয় ছিল।

এদিকে ইসরায়েলের পক্ষ থেকে হামলার হুমকি পাওয়ার পর ভবনটির বাসিন্দাদের সতর্ক করে দেয়া হয়েছিল। হামলা হলেও এখন অবদি হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

এদিকে টানা পঞ্চম দিনের মতো অবরুদ্ধ গাজায় বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। হামলায় ১০ জন নিহত হয়েছেন। ইসরায়েলি হামলার প্রতিবাদে পাল্টা রকেট হামলা চালিয়েছে গাজা উপত্যকায় বসবাসরত শাসক গোষ্ঠী হামাস।