ঈদ সালামি মোবাইল ব্যাংকিংয়ে!

ফেসবুকে এটি ব্যপক হৈচৈ ফেলে দিয়েছে
ফেসবুকে এটি ব্যপক হৈচৈ ফেলে দিয়েছে  © ফেসবুক থেকে সংগৃহীত

মুসলিম ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব পবিত্র ঈদ আজ। করোনা থাবায় কয়েক বছরের ঈদ অনেকটা রঙচটা হলেও গত বছর থেকেই তা কেটে গেছে, তবে রয়ে গেছে কোভিডকালীন সুবিধার অনেক বিষয়। এরই একটা অনলাইনে ঈদ সালামি।ঈদকে ঘিরে ধর্মপ্রাণ মুসলিমদের থাকে নানান পরিকল্পনা। বিশেষ করে তরুণ প্রজন্মের কাছে ঈদের আনন্দ সবচেয়ে বেশি। তরুণ প্রজন্মের কাছে ঈদ আনন্দের বিশেষ মাত্রা যোগ করে ‘ঈদ সালামি’।

ঈদে আনন্দ উৎসবের অন্যতম অনুষঙ্গ জুড়ে রয়েছে এটি। ঈদ উপলক্ষে ছোটরা তাদের বড়দের সালাম বা কদমবুসি করে। এসময় বড়রা ছোটদের কিছু টাকা উপহার হিসেবে দিয়ে থাকেন। এটাই সালামি। তবে সালামির এই ধরন আগের চাইতে এবার অনেকটা বদলে গেছে। 

ঈদ আনন্দকে আরো সমৃদ্ধ করতে দেশের জনপ্রিয় মোবাইল ব্যাংকিং প্রতিষ্ঠান বিকাশ চালু করেছে ‘ঈদ সালামি’ নামে একটি বিশেষ ফিচার। ঈদের সালামি আদায়ের আনন্দ ভাগাভাগি করা যাবে বিশেষ ধরনের এই ফিচার ব্যবহার করে।

মোবাইল ব্যাংকিং প্রতিষ্ঠান 'বিকাশ' ঈদ সালামি আদায়ের এমন ভিন্নধর্মী ফিচার চালু করেছে। ঈদের আনন্দ ছড়িয়ে দিতে বিকাশের এমন ব্যতিক্রমধর্মী ফিচার চালু করার পরপরই সামাজিক সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকসহ বিভিন্ন মাধ্যমে এটি ব্যপক হৈচৈ ফেলে দেয়। এ বছরও সেটি অব্যাহত রয়েছে।

ঈদ সালামি নামে একটি অপশনে গিয়ে খুব সহজেই এবার প্রিয়জনের কাছে সালামি পৌঁছে দেওয়া যাবে। বিকাশ অ্যাপের ‘সেন্ড মানি’ ফিচারে গেলেই ‘ঈদ সালামি’ অপশনটি পাওয়া যাবে।

এ প্রসঙ্গে চট্টগ্রাম কলেজের দর্শন বিভাগের শিক্ষার্থী মুন্সি মোহাম্মদ জুয়েল বলেন, ‘ঈদ সালামি’ ঈদ আনন্দের একটি বিশেষ অংশ। কিন্তু করোনায় হয়তো নিরাপত্তার স্বার্থে আত্মীয়-স্বজন, বন্ধুবান্ধব, প্রতিবেশী সবার কাছে যাওয়া যাবে। তবে ঈদের সালামি আদায়ে বিকাশের এমন ভিন্নধর্মী ফিচার ঈদ সালামির চিরায়ত ঐতিহ্যকে কিছুটা হলেও ফিরিয়ে আনবে।

কলেজ পড়ুয়া শিক্ষার্থী মেহেদী হাসান বলেন, ঈদের আনন্দ এখন ভার্চুয়ালে সীমাবদ্ধ। তবে ঈদের বিশেষ মাত্রা 'সালামি' আদায় হয়তো সবার ভাগ্যে জুটবেনা৷ তবে ঈদে সালামি আদায়ের আনন্দ ফিরিয়ে দিয়েছে বিকাশের ‘ঈদ সালামি’ ফিচার। ভিন্নধর্মী এ ফিচারটি ব্যবহার করে খুব সহজেই পাঠানো যাচ্ছে 'ঈদ সালামি'। ঈদের সালামি পাঠানোর সাথে সাথেই পৌছে যাচ্ছে ঈদের শুভেচ্ছা কার্ড। যা কেউ কেউ নিজের ফেসবুক সহ বিভিন্ন মাধ্যমে আবার শেয়ারওভ করছে। এটি একটি অন্যরকম ঈদ আনন্দ।

ষাটোর্ধ্ব মিজানুর রহমান সবুজ বলেন, আগেও মানুষ বিকাশের মাধ্যমে ঈদ সালামি দিয়েছে। তবে এবার বিশেষ ফিচারের মাধ্যমে ঈদের শুভেচ্ছা কার্ড আকারে পৌছে যাচ্ছে ‘ঈদ সালামি’। ঈদে ছেলে-মেয়ে, আত্মীয়-স্বজন সবাই মুখিয়ে থাকে ‘ঈদ সালামি’ আদায়ের জন্য।


চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থী আবির বলেন, প্রযুক্তির উৎকর্ষ সাধন দিন দিন মানুষের জীবনকে সহজ করে ফেলছে। ঈদে সালামি আদায়ের যে আনন্দ দূরে থেকেও এ আনন্দ এখন ভাগাভাগি করা যাচ্ছে। ঈদ উপলক্ষে বিকাশের এমন ভিন্নধর্মী ফিচার ঈদে বাড়তি আনন্দ যোগ করেছে।

আরও বলেন, বিকাশে ‘ঈদ সালামি’ আদায় ফিচারটি সত্যিই প্রশংসনীয়। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এটি বেশ সাড়া ফেলেছে। ফেসবুকে সবাই বিভিন্ন পোস্ট, স্টোরির মাধ্যমে সালামি আদায়ের এমন নতুন অভিজ্ঞতা শেয়ার করে ঈদ আনন্দ উপভোগ করছে৷

মোবাইল ব্যাংকিংয়ে ‘ঈদ সালামি’ আদায় প্রসঙ্গে মহিউদ্দীন মান্না নামে একজন ফেসবুকে লিখেছেন, সবাই চাঁদের পাশাপাশি আমার রকেটখানা একটু দেখবেন। আমার টেলিটক নাম্বারের শেষে ৫ যোগ করবেন।

তুহিন রহমান নামে একজন লিখেছেন, ঈদের চাঁদ আকাশে সালামি দিন বিকাশে। সালামি হবে এবার বিকাশে!

প্রসঙ্গত, বিকাশে ‘ঈদ সালামি’ নামে একটি অপশনে গিয়ে খুব সহজেই এবার প্রিয়জনের কাছে সালামি পৌঁছে দেওয়া যাবে। বিকাশ অ্যাপের ‘সেন্ড মানি’ ফিচারে গেলেই ‘ঈদ সালামি’ অপশনটি পাওয়া যাবে।


সর্বশেষ সংবাদ