ঈদবস্ত্র নিয়ে দুস্থদের পাশে ক্যালিভার্ড ফাউন্ডেশন
আসন্ন ঈদ-উল-ফিতর উপলক্ষ্যে ঈদবস্ত্র বিতরণ করলো ক্যালিভার্ড ফাউন্ডেশন। আজ বৃহস্পতিবার (১৩ মে) সাভার বাজার এলাকায় অসহায় ও দুঃস্থ মানুষের মাঝে এসব বিতরণ করা হয়।
এর আগেও ক্যালিভার্ড ফাউন্ডেশন ইফতার-সেহরী এবং করোনায় চাকরি হারানো অসহায় পরিবার এর মাঝে খাদ্য-সামগ্রী বিতরণ করেছিল৷
সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্যালিভার্ড ফাউন্ডেশনের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে অনেকেই এর এই কাজের প্রশংসা করে ভবিষ্যতে পাশে থাকার প্রত্যয়ও ব্যক্ত করেছেন।
ক্যালিভার্ড ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা রায়হান রুপক জানান, এবার পুরো রমজান মাস জুড়েই বিজনেস নিয়ে যথেষ্ট ব্যস্ততা ছিলো। আলহামদুলিল্লাহ আমাদের সেলও যথেষ্ট ভালো ছিলো। ব্যস্ততা থাকলেও যতটুকু সম্ভব পুরো রমজান মাস জুড়েই আমরা আমাদের সাধ্যমত চেষ্টা করেছি দুস্থ অসহায় মানুষের পাশে থাকার।
প্রধান নির্বাহী ইমতিয়াজ উদ্দীন বলেন, ভবিষ্যতেও আমরা এসব মানুষের পাশে থাকবো ইনশাআল্লাহ। ভবিষ্যতে একটি এতিমখানা ও বৃদ্ধাশ্রম করার ইচ্ছার কথাও জানান তিনি।
ব্যবস্থাপনা পরিচালক শরীফ আহম্মেদও সব সময় দুস্থ অসহায় মানুষগুলোর পশে থাকার প্রত্যয় ব্যক্ত করেছেন। চীফ টেকনোলজি অফিসার ইফতেখার রাফতি জানান, ক্যালিভার্ড ফাউন্ডেশন সব সময় দুস্থ অসহায় মানুষের পাশে ছিলো, আগামীতেও থাকবে।