বোমার শব্দ-তুমুল সংঘর্ষের মাঝেও আল-আকসায় ঈদের নামাজে মুসল্লিদের ঢল

আল আকসায় মুসল্লিদের ঢল
আল আকসায় মুসল্লিদের ঢল  © ফাইল ছবি

বোমার শব্দ আর তুমুল সংঘর্ষ, চলছে ইসরাইলি বাহিনীর সাথে তাণ্ডব এর মাঝেও বৃহস্পতিবার আল আকসার পবিত্র প্রাঙ্গণে জামায়াতের সঙ্গে ঈদের নামাজ আদায় করেছেন কয়েক হাজার মুসল্লি। দখলদারদের হুমকি-ধামকি ও সরকারি বিধিনিষেধ উপেক্ষা করেই সম্পন্ন হয়েছে ফিলিস্তিনিদের ঈদ উপলক্ষে ইবাদত। 

অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলের ক্রমাগত বিমান হামলা ও আল-আকসায় তাণ্ডবের জেরে এবারের ঈদুল ফিতরের সব আয়োজন বাতিল ঘোষণা করেছেন ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। কিন্তু এরপরও বৃহস্পতিবার মুসলিমদের তৃতীয় পবিত্রতম উৎসবে ঢল নামে মুসল্লিদের।

আল জাজিরা জানিয়েছে, বৃহস্পতিবার ঈদের দিনও গাজায় বোমা বর্ষণ অব্যাহত রেখেছে দখলদার ইসরায়েলি বাহিনী। এদিন ফিলিস্তিনিদের বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে কয়েক দফা বিমান হামলা চালিয়েছে তারা।

ইসরায়েলের হামলায় হামাসের গাজা শহরের কমান্ডার বাসেম ইসাসহ বেশ কয়েকজন নেতা নিহত হয়েছেন বলে নিশ্চত করেছে সশস্ত্র সংগঠনটি।


সর্বশেষ সংবাদ