বড় ছেলের সৎকার করে এসে দেখলেন ছোট ছেলেও মারা গেছে

ভারতে কয়েক ঘন্টা ব্যবধানে মারা গেছেন বৃদ্ধ বাবার দুই ছেলে
ভারতে কয়েক ঘন্টা ব্যবধানে মারা গেছেন বৃদ্ধ বাবার দুই ছেলে  © ফাইল ফটো

করোনা মহামারিতে বিধ্বস্ত গোটা ভারত। প্রতিদিনই বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। প্রতিদিনই স্বজন হারানোর হৃদয়বিদারক ঘটনার খবর গণমাধ্যমে আসছে। তেমনই বৃদ্ধ বাবার দুই ছেলে হারানোর ঘটনায় এখন কাঁদছে কোলকাতা।

ভারতের পশ্চিমবঙ্গের কোলকাতার নয়ডায় মাত্র কয়েক ঘণ্টায় ওলট-পালট হয়েছে গেছে অসহায় বাবার জীবন। করোনা কেড়ে নিয়েছে সবকিছুই। করোনায় আক্রান্ত হয়ে মৃত প্রথম সন্তানকে দাহ করে ঘরে ফিরেছিলেন বাবা। ফিরে দেখলেন ছোট ছেলেও বেঁচে নেই। কয়েক ঘণ্টার ব্যবধানে দুই ছেলে হারানোর এ ঘটনা নাড়িয়ে দিয়েছে পুরো এলাকাকে।

নয়ডার জামালপুরের ওই অভাগা বাবার নাম অতর সিং। মঙ্গলবার (১১ মে) কোভিডে মারা যান তার ছেলে পঙ্কজ। তাকে দাহ করতে সকালেই বেরিয়ে যান তিনি। কয়েক ঘণ্টার মধ্যে সৎকারের আনুষ্ঠানিকতা শেষে ঘরে ফিরে দেখেন ছোট ছেলে দীপকও আর বেঁচে নেই। বড় ছেলের মৃত্যুর পর ছোট ছেলেকেও হারিয়ে স্তব্ধ হয়ে যান অতর সিং।

স্থানীয়রা বলছেন, দুই সপ্তাহে নয়ডার ওই গ্রামে করোনায় প্রাণ হারিয়েছেন ১৮ জন। এরমধ্যে নারী ছয় জন। গত ২৮ এপ্রিল প্রথম করোনায় মারা যান ঋষি সিং ও তার ছেলে। এরপর থেকেই ওই গ্রামে চলছে মৃত্যুর মিছিল। মৃতদের সবারই প্রথমে প্রচণ্ড জ্বর আসে। এরপর অক্সিজেন লেবেল অস্বাভাবিক হারে কমে যায়। দেশটিতে শেষ ২৪ ঘন্টায় তিন লাখ ৪৮ হাজার ৪২১ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। মারা গেছেন রেকর্ড চার হাজার ২০৫ জন।


সর্বশেষ সংবাদ