পাকিস্তানের প্রথম হিন্দু নারী হিসেবে সিএসএস পরীক্ষায় উত্তীর্ণ সানা

সানা রামচাঁদ
সানা রামচাঁদ  © সংগৃহিত

প্রথম হিন্দু নারী হিসেবে পাকিস্তানের সর্বোচ্চ পরীক্ষায় পাস করেছেন সানা রামচাঁদ। এমবিবিএস পাস করে ‘সেন্ট্রাল সুপিরিয়র সার্ভিসেস’ (সিএসএস) পরীক্ষায় অংশ নিয়েছিলেন তিনি। বাধা-বিপত্তি, প্রতিকূলতা পেরিয়ে নির্বাচিত হয়েছেন পাকিস্তান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিসের জন্য।

পাকিস্তানের স্বাধীনতার ৭৩ বছর পর ইতিহাস তৈরি করলেন সানা। এ খবর ছড়িয়ে পড়ার পর থেকেই অভিনন্দনে ভেসে যাচ্ছেন সানা। সামাজিক যোগাযোগমাধ্যমে শুভেচ্ছায় ভাসছেন সানা। খবর ইন্ডিয়া টুডে ও বিবিসি উর্দুর।

পাকিস্তানের সিন্ধু প্রদেশে সবচেয়ে বেশি সংখ্যক হিন্দুর বাস। সেই প্রদেশের শিকারপুর জেলায় বাড়ি সানা রামচাঁদের। এমবিবিএস পাস করে রাজ্যের প্রশাসনিক পদে যোগ দেওয়ার প্রস্তুতি নেন। এবার দেশটিতে সিএসএস পরীক্ষায় অংশ নিয়েছিলেন ১৮, হাজার ৫৫৩ জন। তাঁদের মধ্যে লিখিত, মৌখিক, মনোবিজ্ঞান ও শারীরিক পরীক্ষার বাধা টপকে সফল হয়েছেন ২২১ জন। তাঁদের মধ্যে নারী ৭৯ জন। প্রথম স্থান অধিকার করেছেন একজন নারী। তাঁর নাম মাহিন হাসান। তবে হিন্দু নারী হিসেবে তালিকার একমাত্র নাম সানা রামচাঁদ। এবারই প্রথম কোনো হিন্দু নারী সিএসএস পেরিয়ে চাকরি পেলেন।

পাকিস্তানের প্রশাসনিক পরীক্ষাগুলোর মধ্যে সিএসএসকে অন্যতম কঠিন বলে ধারণা করা হয়। পরীক্ষায় পাস করেন মাত্র ২ শতাংশ পরীক্ষার্থী। পাকিস্তানে এই পরীক্ষার মাধ্যমে পিএএস নির্বাচনের পরের ধাপের পাকিস্তান পুলিশ সার্ভিস, ফরেন সার্ভিসের নির্বাচন করা হয়। এর মধ্যে পিএএসই কঠিনতম।

সানা পড়াশোনা করেছেন সিন্ধু প্রদেশের চন্দাকা মেডিকেল কলেজে। এরপর করাচির সিভিল হাসপাতালে প্র্যাকটিস শুরু করেন। আপাতত সিন্ধু ইনস্টিটিউট অব ইউরোলজি অ্যান্ড ট্রান্সপারেন্ট থেকে এসসিপিএস করছেন। এর মধ্যেই ইতিহাস গড়ে ফেললেন সানা। শিগগিরই সার্জেনের ডিগ্রি লাভ করবেন তিনি।

পাকিস্তানের একজন আইনজীবী দাবি করেছেন, সানাকে প্রাথমিকভাবে সহকারী কমিশনার পদে নিয়োগ করা হয়েছে।

টুইটারে সানা লিখেছেন, সৃষ্টিকর্তার প্রতি অশেষ কৃপা। আনন্দের সঙ্গে জানাচ্ছি সেন্ট্রাল সুপিরিয়র সার্ভিসেস পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি। পাকিস্তান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিসে যোগ দেব। সব সম্ভব হয়েছে আমার বাবা-মায়ের জন্য।

পাকিস্তান পিপলস পার্টির বর্ষীয়ান নেতা ফারহাতুল্লাহ বাবর সানাকে শুভেচ্ছা জানিয়ে বলেন, ‘না রামচাঁদকে অভিনন্দন। পাকিস্তানের হিন্দুসম্প্রদায়ের মানুষকে গর্বিত করেছেন তিনি।


সর্বশেষ সংবাদ