মমতার মন্ত্রিসভায় একঝাঁক নতুন মুখ, আছেন সংখ্যালঘু ৭ মুসলিমও

মমতা বন্দ্যোপাধ্যায়
মমতা বন্দ্যোপাধ্যায়  © ফাইল ছবি

ভারতের পশ্চিমবঙ্গের মমতা বন্দ্যোপাধ্যায় মন্ত্রিসভার শপথগ্রহণ আজ সোমবার (১০ মে)। করোনা পরিস্থিতিতে অনাড়ম্বর শপথগ্রহণ অনুষ্ঠান হবে রাজভবনে। স্থানীয় সময় বেলা পৌনে ১১টার দিকে মন্ত্রীদের শপথ নেওয়ার কথা ছিল। গত বুধবারই মুখ্যমন্ত্রী হিসেবে তৃতীয়বার শপথ নিয়েছেন মমতা।

এবার ৪৩ জন মন্ত্রীর তালিকা রাজভবনে জমা দিয়েছেন তিনি। এর মধ্যে পূর্ণমন্ত্রী ২৪ জন। বাকি ১৯ জন প্রতিমন্ত্রীর মধ্যে ১০ জন পাচ্ছেন স্বাধীন দফতর। এর মধ্যে রাজ্যের সংখ্যালঘু মুসলিম সম্প্রদায় থেকে মাত্র ৭ জনকে ঠাঁই দেওয়া হয়েছে নতুন সরকারে। তার মধ্যে ৪ জন পূর্ণমন্ত্রী, ১ জন স্বাধীন প্রতিমন্ত্রী ও দু’জন প্রতিমন্ত্রী রয়েছেন।

মমতার গত মন্ত্রিপরিষদেও ৭জন মুসলমান ছিলেন। কিন্তু এবার মমতার তৃণমূলের মুসলমান প্রার্থীরা নিজেদের আসনে দলকে বড় বিজয় এনে দিয়েছে। প্রায় প্রতিটি আসনে বিপুল বিজয় পেয়েছেন তারা। সে কারণে এবার মনে হয়েছিল এ সংখ্যাটা বাড়বে।

অনেককে নিয়ে জল্পনা থাকলেও বেশ কিছু নতুন মুখ রয়েছে নতুন মন্ত্রিসভায়। রোববার (০৯ মে) যে তালিকা পাঠানো হয়েছে, তাতে পুরনো মন্ত্রীরা অনেকেই থাকছেন। সেই সঙ্গে এবার ১৬ জন নতুন মুখ দেখা যাবে। আবার নির্বাচনে প্রার্থী না হলেও মন্ত্রী হিসেবে শপথ নিতে যাচ্ছেন সাবেক অর্থমন্ত্রী অমিত মিত্র।

অন্যদিকে, কামারহাটি বিধানসভা আসনে জয় পেলেও তালিকায় নাম নেই রাজ্যের সাবেক পরিবহন মন্ত্রী মদন মিত্রের। বাদ পড়েছেন গত মন্ত্রিসভার দুই সদস্য তাপস রায় ও নির্মল মাঝি।

এবারের মন্ত্রিসভায় নতুন মুখ হচ্ছেন- বঙ্কিম হাজরা, রথীন ঘোষ, পুলক রায়, বিপ্লব মিত্র, হুমায়ুন কবীর, অখিল গিরি, রত্না দে নাগ, বুলুচিকি বরাইক, দিলীপ মণ্ডল, আক্রুজ্জমান, শিউলি সাহা, শ্রীকান্ত মাহাত, বীরবাহা হাঁসদা, জ্যোৎস্না মান্ডি, পরেশ অধিকারী, মনোজ তিওয়ারি।


সর্বশেষ সংবাদ