১০ মে ২০২১, ১০:১৭

ভারতে করোনায় মৃত্যু ও আক্রান্ত সংখ্যা কমেছে

ভারতে কমেছে মৃত্যু ও আক্রান্ত সংখ্যা  © সংগৃহীত

মহামারি করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউয়ে বিপর্যস্ত ভারতে দৈনিক মৃত্যু এখনো সাড়ে ৩ হাজারের উপরে। তবে গতকালের থেকে আজ প্রায় ৩ শতাধিক মৃত্যুসংখ্যা কমেছে। আক্রান্ত সংখ্যাও কমেছে প্রায় ৩৫ হাজার।   

সোমবার (১০ মে) সকালে ওয়ার্ল্ডোমিটারের হিসাব অনুসারে, দেশটিতে ৩ লাখ ৬৬ হাজার ৪৯৯ জনের করোনা শনাক্ত হয়েছে। আর মারা গেছেন ৩ হাজার ৭৪৮ জন। এ নিয়ে দেশটিতে মোট করোনা রোগী শনাক্তের সংখ্যা দাঁড়াল ২ কোটি ২৬ লাখ ৬২ হাজার ৪১০। মৃতের সংখ্যা দাঁড়াল ২ লাখ ৪৬ হাজার ১৪৬ জনে।

গত রোববার (০৯ মে) দেশটিতে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা যান ৪ হাজার ৯২ জন। একই সময়ে করোনা শনাক্ত হয় ৪ লাখ ১ হাজার ৫২২ জনের।

বিশ্বজুড়ে করোনা মহামারিতে মৃতের সংখ্যা ৩৩ লাখ ছাড়িয়ে গেছে। শনাক্ত পৌঁছেছে ১৫ কোটি ৮৯ লাখে। দক্ষিণ এশিয়ার জনবহুল দেশ ভারতসহ বেশ কয়েকটি দেশ এখন করোনার দ্বিতীয় ঢেউয়ে বিপর্যস্ত।