০৯ মে ২০২১, ০৮:১৯

ফের লন্ডনের মেয়র পাকিস্তানি বংশোদ্ভূত সাদিক খান

লন্ডনের মেয়র পদে ফের নির্বাচিত হয়েছেন পাকিস্তানি বংশোদ্ভূত সাদিক খান  © ইন্টারনেট

যুক্তরাজ্যের লন্ডনের মেয়র পদে ফের নির্বাচিত হয়েছেন পাকিস্তানি বংশোদ্ভূত সাদিক খান। সেখানকার প্রথম মুসলিম মেয়র সাদিক খান দ্বিতীয় মেয়াদে তিন বছর মেয়রের দায়িত্ব পালন করবেন।

বিবিসির খবরে বলা হয়েছে, লেবার পার্টির প্রার্থী সাদিক খান ভোট পেয়েছেন ১২ লাখ ছয় হাজার ৩৪টি। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টির প্রার্থী সাউন বেইলি ৯ লাখ ৭৭ হাজার ৬০১ ভোট পেয়েছেন। আর তৃতীয় স্থানে থাকা গ্রিন পার্টির প্রার্থী সায়ান বেরির ভোট এক লাখ ৯৭ হাজার ৯৭৬।

সাদিক খান ৫৫ দশমিক দুই শতাংশ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তবে লেবার পার্টি তুলনামূলক খারাপ ফল করেছে। ১০০ বছর ইতিহাসে এই প্রথম ডারহাম কাউন্সিল হাতছাড়া করেছে লেবার পার্টি। এ ছাড়া নির্বাচনে দলটি ২১টি আসন হারিয়েছে। অন্যদিকে কনজারভেটিভ পার্টি এবার ১৪টি আসন বেশি পেয়েছে।

নির্বাচিত হওয়ার পর টুইট বার্তায় সাদিক খান বলেছেন, ‘আরও তিন বছর লন্ডনের সেবা করার সুযোগ জীবনের সেরা সম্মান।’