উত্তর প্রদেশে নির্বাচনে ডিউটি করে করোনায় ৭০০ শিক্ষকের মৃত্যু: প্রিয়াঙ্কা গান্ধী

ভারতীয় কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী ভদ্রা
ভারতীয় কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী ভদ্রা  © ফাইল ফটো

ভারতের উত্তর প্রদেশের পঞ্চায়েত নির্বাচনে ডিউটি করে ৭০০ জনের বেশি শিক্ষক করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন বলে দাবি করেছেন দেশটির প্রধান বিরোধী দল কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী ভদ্রা।

প্রিয়াঙ্কা গান্ধী মহামারি করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউয়ের মাঝে নির্বাচন আয়োজনকে ‘মানবতাবিরোধী অপরাধ’ হিসেবে আ্যখায়িত করেছেন। এজন্য তিনি রাজ্যের নির্বাচন কমিশনকে দায়ী করেছেন। গত বৃহস্পতিবার চার দফার ভোট শেষ হয়। ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দুর খবরে এসব কথা জানানো হয়।

টুইটবার্তায় প্রিয়াঙ্কা গান্ধী বলেন, করোনাভাইরাসের প্রাণঘাতী দ্বিতীয় ঢেউয়ের মাঝেই উত্তর প্রদেশের পঞ্চায়েত নির্বাচনে প্রায় ৬০ হাজার গ্রাম সভায় ভোট হয়েছে। প্রচারণায় মিছিল সভা হয়েছে। এসবের ফলেই উত্তর প্রদেশের গ্রামগুলোতে করোনার আক্রমণ থামানো যাচ্ছে না। সরকারি তথ্যে যা বলা হচ্ছে তারচেয়ে বহুগুনে সেখানে করোনায় মৃত্যু হচ্ছে।

একদিকে করোনাভাইরাসের প্রকোপে ভারতজুড়ে চলছে মৃত্যুর মিছিল, অন্যদিকে এই ভোট। প্রথমবারের মতো গতকাল শনিবার ২৪ ঘণ্টায় চার লাখের বেশি করোনা সংক্রমণের কথা জানায় ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়। আজ রোববার ভারতজুড়ে একদিনে সর্বোচ্চ সাড়ে তিন হাজারের বেশি করোনায় মৃত্যুর কথা জানানো হয়। করোনার ব্যাপক আক্রমণের ফলে রাজধানী দিল্লিসহ দেশটির বিভিন্ন জায়গায় স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়েছে। মেডিকেল অক্সিজেন ও হাসপাতাল শয্যার ব্যাপক সঙ্কট দেখা দিয়েছে।


সর্বশেষ সংবাদ