পশ্চিমবঙ্গের ভোটের ফল কাল
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ০১ মে ২০২১, ১০:৫২ PM , আপডেট: ০১ মে ২০২১, ১০:৫২ PM
আগামীকাল রোববার (২ মে) ঘোষণা হতে যাচ্ছে ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে ফলাফল। পশ্চিমবঙ্গের সঙ্গেই ভোট গণনা হবে দেশের আরও চারটি রাজ্যের বিধানসভা ভোটের। তবে সবার দৃষ্টি যেন কোলকাতাতেই।
প্রায় নয় কোটি জনসংখ্যার রাজ্যে এই ভোট শুধু যে ২৯৪ জন প্রতিনিধিকে নির্বাচন করবে তাই নয়। পর্যবেক্ষকরা বলছেন, রাজ্যের সাম্প্রদায়িক, সাংস্কৃতিক বা রাজনৈতিক চরিত্রেও সম্ভবত একটা বড়সড় পরিবর্তনের দিশা দেখাতে পারে এই ভোটের ফলে।
বিজেপির নেতাদের দাবি, ‘মমতা ব্যানার্জি এতদিন ভোটে জিতেছেন স্রেফ রোহিঙ্গা আর বাংলাদেশিদের ভোটে’। মুসলিম কথাটা উচ্চারণ না-করলেও তারা যে এর মাধ্যমে আসলে কী বলতে চেয়েছেন, সেটা কারও বুঝতেই অসুবিধা হয়নি।
তৃণমূলের সিনিয়র এমপি কাকলি ঘোষদস্তিদার বলেন, ‘মনে রাখতে হবে এই দলটা কলকাতার বুকে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তি পর্যন্ত ভেঙেছে।